Howrah News: সাধারণ মানুষের তৎপরতায় প্রাণ বাঁচল গন্ধগোকুলের! নিয়ে গেল বনদফতর
- Reported by:Ananya Chakraborty
- hyperlocal
- Edited by:Soumabrata Ghosh
Last Updated:
এ যেন একেবারে হাতেনাতে ফল। গত কয়েকদিন আগে সাঁকরাইল ব্লক প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে লুপ্তপ্রায় প্রাণী বাঁচাতে সচেতনতার শিবির অনুষ্ঠিত সাঁকরাইল ব্লক এলাকায়। সেই শিবিরে সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সদস্যরা, সাঁকরাইল বিডিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা হাজির থেকে সাধারণ মানুষকে বন্য প্রাণ বাঁচাতে বিভিন্ন সচেতন মূলক বার্তা দেন ।
#হাওড়া : এ যেন একেবারে হাতেনাতে ফল। গত কয়েকদিন আগে সাঁকরাইল ব্লক প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে লুপ্তপ্রায় প্রাণী বাঁচাতে সচেতনতার শিবির অনুষ্ঠিত সাঁকরাইল ব্লক এলাকায়। সেই শিবিরে সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সদস্যরা, সাঁকরাইল বিডিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা হাজির থেকে সাধারণ মানুষকে বন্য প্রাণ বাঁচাতে বিভিন্ন সচেতন মূলক বার্তা দেন । বাঘরোল সহ বেশ কিছু লুপ্ত প্রায় প্রাণী গ্রামীণ হাওড়ার বিস্তীর্ণ এলাকা ও সাঁকরাইল এলাকার বসবাস করে, মাঝে মধ্যেই লোকালয়ে চলে আসতে আসাতে দেখা যায়।
সাধারণত এইসমস্ত প্রাণী মানুষের বাসস্থানের কাছাকাছি জঙ্গলে বাস করে, খাবারের খোঁজ বা কোন কারনে লোকালয়ে ঢুকে পড়ে।অনেক সময় অচেনা প্রাণী দেখে সাধারণ মানুষ আতঙ্কে তাকে মেরে ফেলে আবার হাঁস-মুরগি খাওয়ার অপরাধেও অসহায় প্রাণীগুলির প্রাণ যায়। এই সমস্ত প্রাণীকে বাঁচাতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে, সরকারি ভাবে ও বহু স্বেচ্ছাসেবী সংগঠন সর্বত্র প্রচার ও বিভিন্ন কর্মসূচি চালাচ্ছে। সেই মত সাঁকরাইল ব্লক প্রশাসনের উদ্যোগেও বিশেষ শিবির অনুষ্ঠিত হয় গত কয়েকদিন আগে।
advertisement
এক সপ্তাহ কাটতে না কাটতেই সাঁকরাইল মানিকপুর এলাকায় শনিবার একটি পূর্ণবয়স্ক গন্ধগোকুল লোকালয়ে চলে আসে। প্রাণীটিকে না মেরে ওই এলাকার কয়েকজন মানুষ এগিয়ে আসেন প্রাণীটিকে উদ্ধার করতে, তারা প্রাণীটিকে ধরে রেখে স্থানীয় প্রশাসনকে খবর দেন। স্থানীয় প্রশাসনের তৎপরতায় প্রাণীটিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে সাঁকরাইল বিডিও নাজিরুদ্দিন সরকার তিনি ধন্যবাদ জানিয়েছেন ওই এলাকার মানুষকে যারা ভয় বা আতঙ্কে না পড়ে প্রাণীটির উপর কোন ক্ষতি না করে অতি দ্রুত প্রশাসনকে জানিয়েছেন, ফলে প্রাণীটির প্রাণ বেঁচেছে।
advertisement
advertisement
Rakesh Maity
view commentsLocation :
First Published :
December 31, 2022 8:32 PM IST