Vegetable Price Hike: গরমে পুড়ছে বাংলা, সবজি বাজারে হাল খারাপ ক্রেতা-বিক্রেতা দুই পক্ষেরই
- Published by:Debalina Datta
Last Updated:
Vegetable Price Hike: প্রচন্ড তাপপ্রবাহের কারণে নাজেহাল আমজনতা। এমত অবস্থায় সবজিও নষ্ট হচ্ছে ব্যাপকহারে। গরমের জেরে সবজি বাজারের সাধারণ মানুষের ভিড় দেখা গেল না
গোঘাট: প্রচণ্ড তাপপ্রবাহের কারণে নাজেহাল আমজনতা। একদিকে গরমের জেরে সবজি বাজারের সাধারণ মানুষের দেখা নেই। অন্যদিকে প্রবল গরমে সবজিও নষ্ট হচ্ছে ব্যাপক হারে। হুগলির গোঘাটের কামারপুকুর সহ বিভিন্ন সবজি বাজারে একদিকে সবজি খুব একটা ভাল নেই এবং সাধারণ মানুষকে বাজারে সেভাবে দেখা যাচ্ছে না।
জানা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে তীব্র গরমে জেরে ব্যাপক হারে সবজি শুকিয়ে যাচ্ছে এবং নষ্ট হচ্ছে। আর তাতেই ক্ষতির মুখে পড়ছে চাষি থেকে বিক্রিতারা। একদিকে সবজি নষ্ট হচ্ছে পাশাপাশি সবজির আকাশছোঁওয়া দাম বৃদ্ধি হচ্ছে। গরমের জেরে নষ্ট হওয়ার জন্য বিভিন্ন সবজি না পাওয়ার ফলেই চড়া দামে কিনে এনে বিক্রয় করতে গেলেও তাও সাধারণ মানুষ কিনছেন না।
advertisement
advertisement
এরফলে সবজি বিক্রয় না হওয়ার কারণে কি করবেন তা ভেবে কুল পাচ্ছেন না সবজি বিক্রেতারা৷ তাঁদের একেবারে মাথায় হাত৷ সবজি বিক্রেতারা জানিয়েছেন প্রচণ্ড গরমের জেরে মাঠে ব্যাপক হারে সবজি শুকিয়ে যাচ্ছে এবং বাজারে বিক্রয় করার জন্য আনলে তাও নষ্ট হয়ে যাচ্ছে।
advertisement
আরও পড়ুন - Kolkata Rains|| দুপুরেই আকাশ ছেয়ে এল মেঘে, হু হু হাওয়ার মধ্যেই বৃষ্টি এল, রইল ওয়েদার আপডেট
প্রতিদিন তাপমাত্রা বাড়ার কারণে সবজি না পেয়ে অন্যত্র আনতে গেলেও তাও প্রচুর দাম দিয়ে কিনে আনলেও সাধারণ মানুষেরা মূল্যবৃদ্ধির কারণে নিচ্ছেন না। আর তাতেই ব্যাপক সমস্যার মধ্যে পড়েছে সকলেই।
advertisement
অন্যদিকে এক ব্যক্তি বলেন প্রচুর পরিমাণে গরমের জেরে সবজি কিনতে আসছে না সাধারণ মানুষ৷ পাশাপাশি পছন্দমতো সবজি পাওয়া যাচ্ছে না বা সেগুলি পাওয়া গেলেও তার আকাশ ছোঁওয়া দাম হওয়াতেও ক্রেতারা সেগুলি কিনতো পারছেন না৷
Suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 21, 2023 5:05 PM IST









