মাঝরাতে হায় হায়! আইপিএলের মধ্যে ধোনি, বিরাট,রোহিতের অ্যাকাউন্ট থেকে হাওয়া, কপাল পুড়ল সচিনেরও, ফ্যানরা হতবাক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Twitter Blue Tick: ২০ তারিখ পেরিয়ে মধ্যরাতে তারিখ ২১ হতেই ভারতীয় ক্রিকেটের এই তিন জায়ান্টরা ধাক্কা খেয়েছেন।
জমজমাটি চলছে আইপিএল৷ এর মধ্যে এল বিশাল এক খবর৷ ফ্যানেরা হঠাৎ ভেবে কিছুরই কুল কিনারা করতে পারছেন না৷ রাতারাতি একেবারে গায়েব৷ বিরাট কোহলি, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি আইপিএল ২০২৩-এ অংশগ্রহণ করছেন। কিন্তু ২০ তারিখ পেরিয়ে মধ্যরাতে তারিখ ২১ হতেই ভারতীয় ক্রিকেটের এই তিন জায়ান্টরা ধাক্কা খেয়েছেন। ভক্তরাও প্রথমেই ধাক্কা খেয়ে যান কী করে উধাও হতে পারে! এমনকি ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের টুইটার প্রোফাইল থেকেও হাওয়া!
advertisement
ভারতীয় ক্রিকেটের অভিজ্ঞ তারকাদের সোশ্যাল অ্যাকাউন্টের নামের পাশ থেকে খ্যাচাং করে ব্লু টিক কেটে নিল ট্যুইটার৷ ব্লু টিক থাকা মানে সেটি তারকাদের অফিসিয়াল অ্যাকাউন্ট৷ সচিন, ধোনি, বিরাট, রোহিতের পেজে লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছেন হঠাৎ করেই তাঁরা একেবারে দিশেহারা৷ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্যুইটারে রোহিত, বিরাট এবং ধোনির কোটি কোটি ফলোয়ার রয়েছে। তা সত্ত্বেও, আইন যা মাস্ক সাহেব এনেছেন তাতে না থাকছে তারকা স্ট্যাটাসের দাম না থাকছে ফলোয়ারের সংখ্যার দাম৷ এই তাই এই অভিজ্ঞ ক্রিকেটারদের অ্যাকাউন্ট থেকে ভেরিফাইডের ব্লু টিক মুছে দেওয়া হয়েছে।
advertisement
ট্যুইটারের সিইও ইলন মাস্ক আগেই ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন যে ২০এপ্রিলের পরে, যে অ্যাকাউন্টগুলি টাকা দিয়ে সাবস্ক্রিপশন নেয়নি সেগুলি থেকে ভেরিফাইড অ্যাকাউন্টের নীল টিকটি সরিয়ে দেওয়া হবে। ফলে আপনি যেই হন ট্যুইটারে একটি ব্লু টিক চান, তাহলে আপনাকে প্রতি মাসে একটি নির্দিষ্ট টাকা দিয়েই সেই পরিষেবা কিনতে হবে৷ বৃহস্পতিবার মধ্যরাত থেকে নতুন নিয়ম ধাঁই করে কার্যকর করে দেওয়া হয়েছে৷ এটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই লক্ষ লক্ষ অ্যাকাউন্ট থেকে উড়ে গেলে ভেরিফাই়ড ব্লু টিক৷ মধ্যরাত থেকে তারকা ক্রিকেটার, রাজনীতিবিদ এবং বলিউডের অনেক তারকাদের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে নীল টিকটি সরিয়ে দেওয়া হয়েছিল।
advertisement
advertisement
টুইটার ব্লু এর জন্য অর্থ প্রদান করতে হবে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের সুবিধা ভারতে কিছুক্ষণ আগে চালু হয়েছে। আপনি যদি ভারতে মোবাইলে এই সুবিধাটি পেতে চান, তাহলে প্রতি মাসে ৯০০ টাকা এবং ওয়েব সংস্করণের জন্য ৬৫০ টাকা মাসিক সাবস্ক্রিপশন নির্ধারণ করা হয়েছে। একই সময়ে, ব্যবহারকারীরা প্রিমিয়ার পরিষেবাতেও সাবস্ক্রাইব করতে পারেন। এর জন্য বছরে ৬৮০০ টাকা দিতে হবে। মানে প্রতি মাসে প্রায় ৫৬৫টাকা দিতে হবে৷