মরশুমের শীতলতম দিন এল কলকাতায়! রবিবার কোথায় কত নামল পারদ? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Tias Banerjee
Last Updated:
কলকাতায় আজ রবিবার মরশুমের শীতলতম দিন, সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা।
advertisement
advertisement
জেলার আবহাওয়া: রাজ্যের জেলাগুলিতে কুয়াশার দাপট বাড়ছে। পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। রবিবার সকালের দিকে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে, পরে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
advertisement
advertisement
কলকাতায় আজ মরসুমের শীতলতম দিন। রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। এর আগে ৬ ডিসেম্বর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে প্রায় দু’ডিগ্রি তাপমাত্রা নামায় সকালের দিকে কুয়াশা ও ধোঁয়াশার প্রভাব লক্ষ্য করা গিয়েছে।
advertisement
আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীদের মতে, ২৫ ডিসেম্বরের পর তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। গত ১৭ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে ছিল। চার দিন পর ফের স্বাভাবিকের নীচে নামল পারদ। তাপমাত্রার এই পরিবর্তনের জেরেই সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হচ্ছে।
advertisement
আজ শহরে মূলত পরিষ্কার আকাশ থাকবে। সকালে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকলেও পরে আবহাওয়া পরিষ্কার হবে। শুষ্ক আবহাওয়ার কারণে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ কিছুটা বাড়বে। গতকাল বিকেলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ থেকে ৯২ শতাংশের মধ্যে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।







