Santanu Banerjee: 'মাথায় বন্দুক ঠেকিয়ে কেড়ে নিয়েছিল জমি!' শান্তনু গ্রেফতার হতেই মুখ খুলছেন সকলে

Last Updated:

Santanu Banerjee: গ্রামের মানুষদের দাবি,কিছু হলেই গুলি করে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার ভয় দেখাতেন নিয়োগ দুর্নীতি মামলার ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়।

+
গ্রামের

গ্রামের মানুষদের চাপা উত্তেজনা 

হুগলি: নিয়োগ দুর্নীতি মামলায় হেফাজতে শান্তনু বন্দ্যোপাধ্যায়। শান্তনু গ্রেফতার হতেই তার গ্রামের মানুষরা একটু স্বস্তিতে। গ্রামের মানুষদের দাবি, কিছু হলেই গুলি করে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার ভয় দেখাতেন নিয়োগ দুর্নীতি মামলার ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়। লোককে দিয়ে কাজ করিয়ে নিয়ে টাকা না দেওয়া। কিছু বলতে গেলেই মাথায় বন্দুক ধরা, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রাখা এসব নিয়ে অভিযোগ করেছেন স্থানীয়রা। শান্তনুর দাদাগিরির ভয়ে চুপ করে থাকতেন গ্রামের মানুষজন।
বরাবরের শান্তনুর বিশাল রিসর্ট যেখানে রয়েছে, সেখানে ছিল গ্রামের কিছু মানুষের বসতবাড়ি। অভিযোগ, তাদেরকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে সেই জায়গা থেকে তুলে দিয়েছিল শান্তনু। ভয়ে সেই সময়ে কেউ প্রতিবাদ করতে পারেননি।
স্থানীয় এক বাসিন্দা মালা দাস বলেন, তাঁদের বাড়ি ছিল যেখানে শান্তনুর নতুন রিসর্ট হয়েছে ঠিক তার পাশে। বহু বছর ধরে তাঁরা ওই জমিতে বসবাস করতেন। হঠাৎই একদিন শান্তনু তার দলবল নিয়ে এসে বাড়ির লোকেদের বলেন বাড়ি ছেড়ে চলে যেতে।
advertisement
advertisement
অভিযোগ, মালা দাসের পরিবারের লোকেরা বাড়ি না ছাড়তে চাইলে, শান্তনু ঘনিষ্ঠ ছায়া সঙ্গী আকাশ এসে হুমকি দেয় বাড়ি ছেড়ে চলে যেতে না হলে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হবে। ভয়েতে তাঁরা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন। নিজেদের বসতবাড়ি ছেড়ে টিনের চালের বাড়িতে এখন বসবাস করছেন তাঁরা।
advertisement
মালা বলেন, "ঠাকুরের কাছে তিনি প্রার্থনা করতেন, যে দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে তাঁরা গেছেন, যাঁদের জন্য তাঁদের পরিবার ভিটেমাটি ছাড়া, তাঁদের যেন ঠাকুর শাস্তি দেয়।" অবশেষে শান্তনুর গ্রেফতারিতে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গ্রামের মানুষরা।
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Santanu Banerjee: 'মাথায় বন্দুক ঠেকিয়ে কেড়ে নিয়েছিল জমি!' শান্তনু গ্রেফতার হতেই মুখ খুলছেন সকলে
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement