উত্তরবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কতা। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে। আগামী ৪৮ ঘণ্টায় শিলাবৃষ্টি হতে পারে উত্তরাখণ্ড এলাকায়। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৪ ঘন্টায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা অসম ও মেঘালয়ে।
পশ্চিম উপকূল ও তামিলনাড়ু এলাকা বাদ দিয়ে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চার থেকে আট ডিগ্রি সেলসিয়াস নীচে থাকতে পারে দেশের বেশির ভাগ এলাকায়। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এছাড়া তামিলনাডু কেরালা ও রায়লসীমাতে ৩৪ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা। বাকি দেশে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।