Hooghly News: হুগলিতে ১১ লক্ষ শিশু-কিশোরকে হাম ও রুবেলার টিকা দেওয়া হবে

Last Updated:

সোমবার রাজ্যজুড়ে হাম ও রুবেলার টিকাকরণ অভিযান শুরু হল। হুগলি জেলাতেও এই টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। এই জেলায় প্রায় ১১ লক্ষ শিশু-কিশোরকে টিকা দেওয়া হবে

+
হাম-রুবেলার

হাম-রুবেলার টিকাকরণ

#হুগলি: সোমবার নির্ধারিত সূচি অনুযায়ী পশ্চিমবঙ্গজুড়ে হাম ও রুবেলা ভাইরাসের টিকাকরণ শুরু হয়েছে। রাজ্যের অন্যান্য জেলার মত হুগলি জেলাতেও হয় প্রথম দিনের টিকাকরণ অভিযান। সোমবার চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে সকাল ১১ টায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়ার উপস্থিতিতে প্রথমে নয় মাসের এক শিশুকে টিকা দেওয়া হয়। এরপর ১৫ বছরের এক কিশোরীকে এই টিকা দেওয়া হয়। প্রশাসন সূত্রে খবর, হুগলি জেলায় সাড়ে ১১ লক্ষ শিশু-কিশোরকে এই টিকা দেওয়া হবে।
রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, টানা পাঁচ সপ্তাহ ধরে চলবে এই টিকাকরণ অভিযান। জেলার প্রায় ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতালে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। করোনা পর্বের পর হাম ও রুবেলা ভাইরাসের দাপট বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে এই টীকাকরণ অভিযান শুরু হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের এই টিকা দেওয়া হবে।
advertisement
এই টিকাকরণ নিয়ে আগেই সরকারি নির্দেশে জেলার সব স্কুল অভিভাবকদের নিয়ে মিটিং করে। টিকাকরণ চলাকালীন যে কোনরকম পরিস্থিতি মোকাবিলায় সতর্ক আছে স্বাস্থ্য দফতর। তাই টিকা কেন্দ্রের বাইরে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রাখা হচ্ছে। পথ শিশুদেরও এই টিকার আওতায় আনা হবে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, এই টিকাকরণের জন্য যে লক্ষ্যমাত্রা আছে তাতে পাঁচ সপ্তাহ অত্যন্ত কম সময়। তবুও স্বাস্থ্যকর্মীরা নির্দিষ্ট সময়ে এই লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলতে পারবে। এদিন জেলা হাসপাতালে মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা হাসপাতালের সহকারী দুই সুপার টিকা কীভাবে দিতে হবে তা নার্সদের বুঝিয়ে দেন। উল্লেখ্য, সারা দেশে হাম ও রুবেলা ভাইরাসে যতজন আক্রান্ত হয় তার অর্ধেক‌ই পশ্চিমবঙ্গের। তাই এই ভাইরাসের প্রকোপ কমাতেই এই বিশেষ টিকাকরণ অভিযান শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: হুগলিতে ১১ লক্ষ শিশু-কিশোরকে হাম ও রুবেলার টিকা দেওয়া হবে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement