Mango Price Hike: ধাঁইধাঁই করে আকাশ ছুঁচ্ছে আমের দাম, কত টাকায় খেলছে হিমসাগর-ল্যাংড়া
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Hooghly News:ফের জাতে আম উঠেছে , আবারও ৭০ থেকে ৮০ টাকায় বিকোচ্ছে বাজারে
হুগলি: দিন কয়েক আগে পর্যন্ত শোনা যাচ্ছিল জলের দামে বিকোচ্ছে আম। কোন কোন জায়গায় ৫ থেকে ১০ টাকা কেজি আম বিক্রি হতে দেখা যাচ্ছিল। তবে এখন আবার সেই সব অতীত। বাজারে আমের দাম আবার এখন আকাশ ছোঁয়া। ৬০ থেকে ৭০ টাকা কেজি কোথাও কোথাও আবার ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে আম।
হুগলির শহরতলীর বাজার গুলিতে আমের চাহিদা থাকে বরাবরই। কাঁচা থেকে পাকা আম সব রকম আমের চাহিদা থাকে বাজারে। তবে এই বছর আমের অত্যাধিক ফলনের জন্য আমের দাম অনেক কম ছিল।
advertisement
কিছু সময়ের জন্য মানুষজন জলের দামে আম কিনে খেয়েছে। তবে আবারো আম ফিরেছে তার নিজের জাতে। বাজারে ৭০ থেকে ৮০ টাকা তে বিক্রি হচ্ছে নানা রকমের আম।
advertisement
হুগলির বিভিন্ন বাজার গুলিতে আমের গড় দাম
হিমসাগর – ৭০ থেকে ৮০ টাকা কিলো
ল্যাংড়া – ৬০ থেকে ৭০ টাকা কেজি
পিয়ারাফুলি – ৪০ থেকে ৫০ টাকা কেজি
গোলাপখাস – ৫০ থেকে ৬০ টাকা কেজি
আরও পড়ুন – Viral Reels: স্কুলে দেখার কেউ নেই, একটি শিশুকে মাটিতে ফেলে পেটাচ্ছে আরেক খুদে, শিউরে ওঠার ভিডিও
advertisement
এই বিষয়ে স্থানীয় এক বিক্রেতা তিনি বলেন, পাইকারি বাজারেও আমের দাম অনেকটাই বেড়ে গেছে। এখন হিমসাগর পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কিলো করে। যার ফলে খুচরো বিক্রেতাদের আরেকটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আগের তুলনায় এখন আম বিক্রির পরিমাণও একটু কমেছে। আগের দিনে প্রায় ২০০ কেজি আম বিক্রি হয়ে যেতো এখন সেই জায়গায় ৫০ থেকে ৬০ কেজি আম বিক্রি করতেই দিন চলে যাচ্ছে।
advertisement
স্থানীয় এক ক্রেতা তিনি জানান, এই সময়টাতে একটু আমের দাম বেশি থাকে। তবে দাম যাই হোক না কেন আমের স্বাদ থেকে বিরত হতে পারবে না বাঙালি। তাই যতদিন বাজারে আম থাকবে আম কেনার লোককমপরবে না।
Rahi Halder
Location :
Kolkata,West Bengal
First Published :
June 23, 2023 7:35 PM IST