Hooghly news: বিপুল ব্যয়ে তৈরি বিনোদন পার্ক, এক বছরেই যা অবস্থা, দেখলে ভিড়মি খেতে বাধ্য হবেন

Last Updated:

২০১৯ এ লক্ষাধিক টাকা ব্যায় করে তৈরি হয়েছিল ছোট বাচ্চাদের জন্য খেলার পার্ক। বছর ঘুরতে না ঘুরতেই সেই পার্কের বেহাল অবস্থা।

+
বিনোদন

বিনোদন পার্ক

হুগলি: ২০১৯ এ লক্ষাধিক টাকা ব্যায় করে তৈরি হয়েছিল ছোট বাচ্চাদের জন্য খেলার পার্ক। বছর ঘুরতে না ঘুরতেই সেই পার্কের বেহাল অবস্থা। পার্কের মধ্যে খোলা বিদ্যুতের তার। এমনকি বাচ্চাদের খেলার সমস্ত সরঞ্জাম ভেঙে পড়ে রয়েছে। শ্রীরামপুরের ২৯ নম্বর ওয়ার্ডের প্রভাস নগর এলাকার পার্কের বেহাল অবস্থার জন্য প্রশাসনকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা।
পার্ক যখন তৈরি হয়েছিল তখন পার্কে সব কিছুই ছিল। ছিল বয়স্কদের জন্য বসার জায়গা। বাচ্চাদের খেলার জন্য, স্লিপ, দোলনা, ঢেঁকি কিন্তু বর্তমানে সেই সব অতীত হয়েছে। জং ধরে নষ্ট হয়ে গেছে বাচ্চাদের খেলার ঢেকি, ছিড়ে পড়েছে দোলনা। বাচ্চাদেরকে নিয়ে বাড়ির লোকেরা এসে যে বসার জন্য জায়গা তৈরি করা হয়েছিল তাও ভেঙে পড়েছে। পার্কের মধ্যিখানে একটি বড় ফোয়ারা ছিল বছর দুয়েক আগে পর্যন্ত। বর্তমানে তা ও গায়েব। এখানেও জরাজির্ণ পার্কের অবস্থার হাল কবে ফিরবে তার উত্তর খুঁজছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
স্থানীয় এক বাসিন্দা বলেন, এক সময় যখন পার্ক তৈরি হয়েছিল তখন প্রতিদিন মানুষের ভিড় লেগে থাকত। তবে সেই পার্ক আস্তে আস্তে এতটাই জরাজীর্ণ হয়ে গিয়েছে, স্থানীয় মানুষরা তাদের বাচ্চাদের নিয়ে পার্কে আসতে চাইছেন না। তার উপরে বিপদের আশঙ্কা পার্কের মধ্যে খোলা বিদ্যুতের তার।
advertisement
স্থানীয় ওই ওয়ার্ডের কাউন্সিলর জয়নাথ ঝা, প্রাক্তন কাউন্সিলরকে  দোষারোপ করেন। অন্যদিকে কাউন্সিলর জানান তিনি যখন নির্বাচিত হয়ে কাউন্সিলর হয়েছেন তখন থেকেই পার্কের এই বেহাল অবস্থা। তবে তিনি পৌরসভার কাছে আবেদন করেছেন এই পার্ক ঠিক করানোর জন্য। সেই আবেদন যত তাড়াতাড়ি মঞ্জুর হবে তত তাড়াতাড়ি পার্কের কাজ শুরু হবে।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly news: বিপুল ব্যয়ে তৈরি বিনোদন পার্ক, এক বছরেই যা অবস্থা, দেখলে ভিড়মি খেতে বাধ্য হবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement