Hooghly News: এইচআইভি এইডস নির্মূল করার প্রতিকারে অঙ্গীকার বদ্ধ জেলা স্বাস্থ্য দফতর

Last Updated:

পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এইডস থেকে সচেতন করতে সারা মাস ব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করল জেলা স্বাস্থ্য দপ্তর। এই দিন সকালে বিশেষ একটি ট্যাবলো সাজিয়ে এইডস প্রতিরোধ বার্তা নিয়ে প্রচারে বের করা হয়।

+
title=

#হুগলি : পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এইডস থেকে সচেতন করতে সারা মাস ব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করল জেলা স্বাস্থ্য দপ্তর। এই দিন সকালে বিশেষ একটি ট্যাবলো সাজিয়ে এইডস প্রতিরোধ বার্তা নিয়ে প্রচারে বের করা হয়। এই ট্যাবলো গোটা মাস ব্যাপী জেলার বিভিন্ন প্রান্তে প্রচার চালাবে। একই সঙ্গে এক বিশেষ পদযাত্রার আয়োজন করা হয় এই দিন। জেলা স্বাস্থ্য দফতরের সমীক্ষা অনুযায়ী শেষ এক বছরে জেলায় প্রায় ৩৮ হাজার মানুষের এইচআইভি স্ক্রিনিং হয়েছে। তাদের মধ্যে ২৩৬ জন এইচ এই ভি পজিটিভ পাওয়া গেছে।
এই দিন জেলা স্বাস্থ্য দফতর অঙ্গীকারবদ্ধ হন জেলা থেকে এইচআইভি সংক্রমণ মুক্ত করার। এই দিন অনুষ্ঠান উপলক্ষে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে একটি পথ নাটকের আয়োজন করা হয়। একইসঙ্গে লোকসংগীত গান ও প্লাকার পোস্টার নিয়ে সচেতনতা বার্তা দেওয়া হয়। মারণ রোগ এইচআইভি থেকে নির্মূল কিভাবে করা যায় সেই নিয়ে সচেতনতা বার্তা প্রদান করা হয়।
advertisement
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ ল-ক্লার্কস অ্যাসোসিয়েশনের নয়া নির্দেশিকা, মানতে হবে পোশাক বিধি
প্রতিকার কিভাবে পাওয়া যাবে সেই বার্তাও দেওয়া হয় এই দিন। জেলা স্বাস্থ্য আধিকারিক রমা ভূঁইয়া এই বিষয়ে জানান, কিভাবে এইডস থেকে প্রতিকার পাওয়া যাবে সেই নিয়ে সচেতনতা বার্তা প্রদান করা হয়। গোটা মাস ব্যাপি এই কর্মসূচি চলবে বলে জানান তিনি। এইচআইভি প্রতিরোধ করার জন্য জেলার হাসপাতাল গুলিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়ে মানুষকে জানানো হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্পেশাল ব্রাঞ্চ-এর পুলিশ বাহিনীর বোমার খোঁজে তল্লাশি চুঁচুড়ায়
একই সঙ্গে ওপিডি গুলিতে কিভাবে রোগীরা পরিষেবা পাবেন। নতুন সংক্রমণ যাদের হয়েছে তাদের চিহ্নিত করে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা ও জেলা স্বাস্থ্য দপ্তরের একটি লক্ষ। গর্ভবতী মহিলাদের জন্য সাব সেন্টার পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। জেলার পাঁচটি সদর হাসপাতাল সহ ব্লক ও আঞ্চলিক স্তরেও নতুন সাব সেন্টার এবং আইসিডিসি খোলা হয়ে প্রতিরোধের জন্য।
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: এইচআইভি এইডস নির্মূল করার প্রতিকারে অঙ্গীকার বদ্ধ জেলা স্বাস্থ্য দফতর
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement