Hooghly News: খালের জলে ভাসছে চাষের জমি, পথ অবরোধ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
দীর্ঘদিন ধরে পিডব্লিউডি রাস্তা তৈরির কাজ করছে বলে স্থানীয়দের অভিযোগ। ফলে রাস্তার দু'ধারে মাটি জমা করে রাখা থাকছে।
হুগলি: খাল সংস্কার না হওয়ায় ব্যাপক সমস্যায় চাষিরা। এমনিতেই দীর্ঘদিন খাল সংস্কার হয়নি, তার উপর রাস্তা তৈরি কাজ চালায় সেই মাটি দিয়ে জমা হচ্ছে খালে। ফলে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে পুরশুড়ার বিডিও অফিস মোড় সংলগ্ন এলাকায়। আর তাই একটু বৃষ্টি হলেই বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জল জমে যাচ্ছে রাস্তায়। এমনকি খালের জল উঠে এসে ভেসে যাচ্ছে চাষের জমি। ক্ষতি হচ্ছে ফসল উৎপাদনের।
আরও পড়ুন: তাপপ্রবাহ থেকে বাঁচতে দুয়ারে সবজি
হুগলির এই এলাকায় দীর্ঘদিন ধরে পিডব্লিউডি রাস্তা তৈরির কাজ করছে বলে স্থানীয়দের অভিযোগ। ফলে রাস্তার দু’ধারে মাটি জমা করে রাখা থাকছে। কিন্তু সেই মাটি বৃষ্টিসহ নানান কারণে খালের মধ্যে গিয়ে মিশছে। এতে খাল বুজে গিয়ে বেহাল হয়ে পড়েছে এলাকার নিকাশি ব্যবস্থা। তার জেরেই একটু বৃষ্টিতে ভেসে যাচ্ছে চাষের জমি। গোটা ঘটনায় ক্ষোভে ফুঁসছেন কৃষকরা।
advertisement
advertisement
এলাকার চাষিদের অভিযোগ, খালের জল এসে চাষের জমি ভাসিয়ে দেওয়ার বিষয়টি বারবার প্রশাসনের নজরে আনা হয়েছে। কিন্তু তাও কোনও কাজ হয়নি। আর তাই গ্রামের মানুষ একজোট হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল। এর জেরে তারকেশ্বর-চাঁপাডাঙা সড়কে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। দ্রুত এই পরিস্থিতির পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা। এদিকে গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন রাস্তার ধারে মাটি জড়ো করে রাখার ফলে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।
advertisement
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2023 4:17 PM IST