Uttar Dinajpur News: তাপপ্রবাহ থেকে বাঁচতে দুয়ারে সবজি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
বাড়ির দরজায় টাটকা সবজি দেখে অনেককেই এগিয়ে এসে তা কিনতে দেখা গেল।
উত্তর দিনাজপুর: তাপপ্রবাহের মধ্যে বাড়ির বাইরে বেরিয়ে মানুষকে যাতে অস্বস্তিতে পড়তে না হয় তাই দুয়ারে হাজির সবজি বিক্রেতা। এমনই দৃশ্য দেখা যাচ্ছে রায়গঞ্জ শহরের অলিগলিতে। দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ানো সেই সবজি বিক্রেতা সুবীর সাহা জানান, তিনি এই ব্যবসা গত ২-৩ বছর ধরে করছেন। প্রচন্ড তাপপ্রবাহে যখন মানুষ বাড়ি থেকে বের হতে পারছে না, তখন তিনি বাড়ির দুয়ারে দুয়ারে নিয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের সবজির সম্ভার।
এই উদ্যোগ প্রসঙ্গে ওই সবজি বিক্রেতা বলেন, এতে লাভের পরিমাণ কম থাকলেও তিনি এই মডেলের ব্যবসা করে এক নিশ্চিত আয়ের সন্ধান পেয়েছেন। বাজারে যে দামে সবজি বিক্রি হয় সেই একই দামে তিনি বাড়ির দরজায় সবজি পৌঁছে দেন। সবজি বিক্রেতা সুবীর সাহার বাড়ি রায়গঞ্জের কাঞ্চননগরে। তিনি ঝুড়িতে করে করলা, বেগুন, পেঁপে, টমেটো, পটল, স্কোয়াস ইত্যাদি বিক্রি করেন।
advertisement
advertisement
বাড়ির দরজায় টাটকা সবজি দেখে অনেককেই এগিয়ে এসে তা কিনতে দেখা গেল। এমনই এক ক্রেতা শাহনাজ বিবি বলেন, এইভাবে বাড়ির দরজায় সবজি নিয়ে আসায় এই গরমে তাঁদের অনেকটাই সুবিধে হচ্ছে। তিনি জানান বাজারে না গিয়েই এখন বাড়িতে বসে টাটকা সবজি তুলনায় অনেক কম দামে পাচ্ছেন। আগামী দিনেও সুবীর সাহা নামে ওই সবজি বিক্রেতার কাছ থেকেই তিনি সবজি কিনবেন বলে জানিয়েছেন।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2023 3:50 PM IST