Hooghly News: কয়েকদিন ধরে বন্ধ খাওয়াদাওয়া, তারপরই এ কী করলেন ২১ বছরের যুবক! হুগলিতে চাঞ্চল্য
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Hooghly News: কয়েকদিন ধরে বাড়িতে থাকলেও খাওয়া বন্ধ করেন ওই যুবক। পরিবারের লোকজন কারণ জানতে চেয়ে কোনও উত্তর পাননি।
গোঘাট, হুগলি: কয়েকদিন খাওয়া বন্ধ রেখে বাড়িতেই আত্মঘাতী যুবক। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গোঘাটের কামচে গ্রামে। মৃত ওই যুবকের নাম সন্দীপ সাঁতরা, বয়স আনুমানিক ২১। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, কয়েকদিন ধরে বাড়িতে থাকলেও খাওয়া বন্ধ করেন ওই যুবক। পরিবারের লোকজন কারণ জানতে চেয়ে কোনও উত্তর পাননি। এরপর এদিন সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা দরজা ভেঙে সন্দীপের ঝুলন্ত দেহ উদ্ধার করেন।
advertisement
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রেমঘটিত কারণে মৃত্যু হয়েছে। বাড়িতে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে অনুমান পারিবারিক অশান্তি হয়নি, প্রেম ঘটিত কারণই চরম পরিণতির দিকে ঠেলে দিল সন্দীপকে।
আরও পড়ুন: মাধ্যমিক দিতে যাচ্ছিলেন বাইকে চেপে, ভয়ানক দুর্ঘটনার কবলে কিশোরী! রক্তে ভিজে স্কুলের পোশাক
ঘটনাস্থলে খবর পৌঁছায় গোঘাট থানায়।তড়িঘড়ি এলাকায় পৌঁছে যুবকের দেহ উদ্ধার করে গোঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পরবর্তীতে আরামবাগে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কিন্তু কীভাবে ও কেন এই ঘটনা ঘটল, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
advertisement
Suvojit Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2023 5:46 PM IST