South 24 Paraganas News: মাধ্যমিক দিতে যাচ্ছিলেন বাইকে চেপে, ভয়ানক দুর্ঘটনার কবলে কিশোরী! রক্তে ভিজে স্কুলের পোশাক
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আহত পরীক্ষার্থীর প্রাথমিক চিকিৎসার পর প্রশাসনের সহযোগিতায় তাকে নব সংগ্রামপুর পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
কুলপী: বাইকে চেপে পরীক্ষা দিতে যাওয়ার পথে স্করপিও গাড়ির ধাক্কায় রক্তাক্ত মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার কুলপী থানার রামকৃষ্ণপুর মোড় ১১৭ নং জাতীয় সড়কে। আহত পরীক্ষার্থী নার্গিস সর্দার নেতড়া হাই মাদ্রাসার ছাত্রী।
জানা যায়, বুধবার মাধ্যমিক পরীক্ষা দিতে নার্গিস সর্দার নিজের বাড়ি কুলপি থানার নাকনন থেকে পরীক্ষা কেন্দ্র নব সংগ্রামপুরের উদ্দেশে রওনা দেন। পথে কুলপি থানার রামকৃষ্ণপুর মোড়ে একটি স্করপিও গাড়ি সজোরে ধাক্কা মারে তাঁদের বাইকে। ঘটনাস্থলেই পড়ে যান ওই ছাত্রী। রক্তে ভিজে যায় স্কুলের পোশাক। পরে স্থানীয় বাসিন্দারা আহত ছাত্রীকে উদ্ধার করে কুলপী গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়।
advertisement
advertisement
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আহত পরীক্ষার্থীর প্রাথমিক চিকিৎসার পর প্রশাসনের সহযোগিতায় তাকে নব সংগ্রামপুর পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। আহত পরীক্ষার্থীর পরিবারের লোকজন জানায়, নিজের আত্মীয়র বাইকে চেপে নব সংগ্রামপুর পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন নার্গিস। সেই সময় রামকৃষ্ণপুর মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়েম তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুলপি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন।
advertisement
প্রাথমিক চিকিৎসার পর প্রশাসনিক সহযোগিতায় আহত পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। তারপর তিনি পরীক্ষা দেন। জীবনের প্রথম বড় পরীক্ষা বাধা কাটিয়ে দিতে পারায় স্বস্তির নিশ্বাস ফেলেন তাঁর পরিবারের লোকজন।
আনিশ উদ্দিন মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2023 3:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Paraganas News: মাধ্যমিক দিতে যাচ্ছিলেন বাইকে চেপে, ভয়ানক দুর্ঘটনার কবলে কিশোরী! রক্তে ভিজে স্কুলের পোশাক