Partha Chatterjee: জেলে থেকেও আরও বিপদে পার্থ চট্টোপাধ্যায়, আরও এক মামলায় CBI নির্দেশ! মহাবিপদ

Last Updated:

Partha Chatterjee: মুর্শিদাবাদের লালগোলায় গত সেপ্টেম্বর মাসে আত্মহত্যা করেন আবদুল রহমান। তিনি গ্রুপ ডি পদে চাকরির জন্য আবেদন করেছিলেন।

আরও বিপাকে পার্থ!
আরও বিপাকে পার্থ!
কলকাতা: আত্মঘাতী গ্রুপ ডি চাকরিপ্রার্থী আবদুল রহমানের মৃত্যুতে আগেই পুলিশি নিষ্ক্রিয়তার মামলা দায়েরের অনুমতি চেয়ে বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী। মামলার অনুমতিও দিয়েছিলেন বিচারপতি। এবার সেই মামলাতেই কেন্দ্রীয় এজেন্সি সিবিআইকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। আগেই এই মামলায় বৃহত্তর ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছিল আদালত। এবার সিবিআই-কে দেওয়া হল তদন্তভার।
মুর্শিদাবাদের লালগোলায় গত সেপ্টেম্বর মাসে আত্মহত্যা করেন আবদুল রহমান। তিনি গ্রুপ ডি পদে চাকরির জন্য আবেদন করেছিলেন। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় অভিযোগ করেছিলেন, আত্মহত্যার পর ঘটনার একটি সুইসাইড নোট উদ্ধার হয়। ওই সুইসাইড নোটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ কারা কারা এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অর্থ নিয়েছিলেন সেই তালিকার উল্লেখ ছিল। সেখানে বলা হয়েছিল চাকরির পেতে হলে দিতে হবে নির্দিষ্ট পরিমাণ টাকা।
advertisement
advertisement
নিয়োগ তদন্তে সিবিআই তদন্ত চালালেও আবদুল রহমানের মৃত্যুর তদন্তে চার্জশিট পেশ করে লালগোলা থানার পুলিশ। ওই চার্জশিটে আবদুল রহমানের নামের উল্লেখ রয়েছে। আইনজীবীর দাবি, মৃত ব্যক্তির নামেই চার্জশিট পেশ করেছে পুলিশ। তদন্ত সঠিকভাবে হয়নি বলে দাবি তাঁর।
advertisement
প্রসঙ্গত, আবদুল রহমানের সুইসাইড নোটে দিবাকর কনুই নামে এক ব্যক্তির নাম ছিল। সেই দিবাকর কনুইকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত সেই নিয়ে দিবাকরকে জিজ্ঞাসাবাদ না করায় আগের শুনানিতে আদালত তদন্তকারীদের উদ্দেশে প্রশ্ন করে বলেন, কেন দিবাকর কনুইকে জেরা করছেন না? আদালতের পর্যবেক্ষণ মামলায় বৃহত্তর ষড়যন্ত্রের যোগ রয়েছে। নিয়োগ দুর্নীতির ঘটনার সঙ্গে যুবকের আত্মহত্যার যোগ রয়েছে বলেও ধারণা আদালতের। এবার শেষমেশ সেই মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত। ফলে আরও চাপে পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: জেলে থেকেও আরও বিপদে পার্থ চট্টোপাধ্যায়, আরও এক মামলায় CBI নির্দেশ! মহাবিপদ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement