HS Exam 2023: পরীক্ষা শুরু হতে আর কটা দিন, তার আগেই সব শেষ! হস্টেলে পড়ে ছাত্রীর দেহ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
HS Exam 2023: স্থানীয়ভাবে তারা খবর পায় তাদের মেয়েকে লাভপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে সেখানেই তার চিকিৎসা চলছে।
#লাভপুর: লাভপুরে জওহর নবোদয় বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু তার হোস্টেলের মধ্যেই। এই মৃত্যু নিয়ে এই প্রশ্ন তুলেছে ছাত্রীর পরিবারের লোকজন। পরিবারের লোকজনের দাবি সকাল ছয়টা নাগাদ স্কুল কর্তৃপক্ষর পক্ষ থেকে স্থানীয় যে লোকাল গার্জেন ছিল অর্থাৎ ছাত্রীর মামা শেখ শফিউল্লাহ ( মৃতের মামা ) তাকে ফোন করা হয় এবং ফোনে বলা হয় তাদের মেয়ে গুরুতর অসুস্থ দুটো যেন তারা স্কুলে এসে দেখা করে। অভিযোগ স্কুলে যখন পরিবারের লোকজন আসে তখন দেখা যায় যে স্কুলে তাদের মেয়ের নেই। স্থানীয়ভাবে তারা খবর পায় তাদের মেয়েকে লাভপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে সেখানেই তার চিকিৎসা চলছে।
কিন্তু লাভপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায় তাদের মেয়ে রাণীজা পারভীন মৃত এবং তখনই পরিবারের লোকজন বিক্ষোভে ফেটে পড়ে সেখানে। পরিবারের অভিযোগ তাদের মেয়েকে পরিকল্পনা মাফিক মানসিক ও শারীরিক নির্যাতন করার পর স্কুল কর্তৃপক্ষই মেরে ফেলেছে। এবং তাই তাদেরকে ফোন করে বলা হয়েছিল তাদের মেয়ে অসুস্থ। কিন্তু কেন মৃতদেহকে স্কুলে না রেখে হাসপাতালে নিয়ে যাওয়া হল কেই বা হাসপাতালে নিয়ে গেল তাদের নাম জানতে চাইছে পরিবার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যতক্ষণ না পর্যন্ত প্রশাসন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি তাদের চলবে। প্রসঙ্গত এই বিক্ষোভ চলাকালীন বিদ্যালয়ে গেটের সামনে পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দাদের একপ্রকার ধস্তাধস্তিও হয়।
advertisement
আরও পড়ুন: আগের হিসাব না পেলে এক কানাকড়িও নয় রাজ্যকে, আবাস যোজনা নিয়ে মন্ত্রী গিরিরাজের কাছে দরবার দিলীপের
advertisement
পরিবারের লোকজন জানাই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে দেয়নি প্রশাসন এবং তাদের সেই জন্যই ধস্তাধস্তি হয় প্রশাসনের সঙ্গে। ঘটনাস্থলে ইতিমধ্যেই এসে পৌঁছেছে লাভপুর থানার পুলিশ পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে এই ঘটনার পেছনে কারা রয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের অভিযোগ যতক্ষণ না পর্যন্ত দোষী ব্যক্তি ধরা পড়বে ততক্ষণ পর্যন্ত মৃতদেহ ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে না।
advertisement
পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের এর অভিযোগ এই স্কুলে লাগাতার এই ধরনের ঘটনা ঘটতেই আছে। মাঝে মাঝেই বেশ কিছু ছাত্র-ছাত্রী এই স্কুল ছেড়ে অন্য কোথাও পাড়ি জমায়। স্থানীয় বাসিন্দাদের সরাসরি অভিযোগ স্কুলের প্রধানের বিরুদ্ধে। যদিও এই বিষয়ে স্কুলের কোন বক্তব্য বা মন্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই ঘটনা ঘিরে যথেষ্টই গন্ধমে রয়েছে লাভপুর।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2023 1:06 PM IST