Hooghly News: প্লাস্টিক-ফাইবারের ধাক্কায় বেতের তৈরি জিনিসের চাহিদা 'শেষ'
- Published by:kaustav bhowmick
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
হুগলির গোঘাটের বদনগঞ্জ এলাকার হস্তশিল্প বাজারের নাম আছে। একসময় এখানে বেতের তৈরি জিনিসের বেচাকেনা দুর্দান্ত হতো। কিন্তু বর্তমানে শিল্পীরা বেতের সামগ্রী নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলেও তা বিক্রি হয় না।
হুগলি: বেতের তৈরি চুপড়ি, ঝুরি, কুলো, মোড়া, মাদুর বা ঘর সাজানোর শৌখিন জিনিস সবই এক একটা দুর্দান্ত হস্তশিল্পের নমুনা। কিন্তু প্লাস্টিক ও ফাইবারের দাপটে রীতিমত দম বন্ধ হওয়ার যোগাড় বেতের হস্তশিল্পের। চাহিদার অভাবে বেত বা বাঁশের ছিলা দিয়ে তৈরি জিনিসপত্রের বাজারের অবস্থা অত্যন্ত করুন। ফলে এই শিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের অবস্থা অত্যন্ত সঙ্গীন।
হুগলির গোঘাটের বদনগঞ্জ এলাকার হস্তশিল্প বাজারের নাম আছে। একসময় এখানে বেতের তৈরি জিনিসের বেচাকেনা দুর্দান্ত হতো। কিন্তু বর্তমানে শিল্পীরা বেতের সামগ্রী নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলেও তা বিক্রি হয় না। মানুষ এখন বেতের পরিবর্তে প্লাস্টিকের সস্তা-মজবুত জিনিস বা ফাইবারের দামি ও টেকসই একই ধরনের বহু বিকল্প পেয়ে গিয়েছে। কিন্তু বেতের সামগ্রীর চাহিদা একেবারে তলানিতে এসে ঠেকায় সংসার চলছে না এর সঙ্গে যুক্ত হস্তশিল্পীদের।
advertisement
advertisement
বর্তমান পরিস্থিতিতে বেতের সামগ্রী তৈরীর সঙ্গে যুক্ত হস্তশিল্পীদের যেমন পরিস্থিতি শোচনীয় তেমনই অবলুপ্ত হয়ে যেতে বসেছে এক অনন্য শিল্পকলা। একসময় বেত দিয়ে অসামান্য সব শিল্পকলা ফুটিয়ে তুলতেন দক্ষ শিল্পীরা। কিন্তু আধুনিকতার হাত ধরে সেসব পুরোপুরি স্মৃতি হয়ে যেতে আর হয়ত কিছু সময়ের অপেক্ষা।
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2023 3:30 PM IST