Hooghly News: যাতায়াতে সমস্যা হচ্ছে, হল্ট স্টেশন চায় বুলন্ডির মানুষ

Last Updated:

যাতায়াতের সমস্যা দূর করতে আরামবাগের বুলন্ডিতে হল্ট স্টেশনের দাবি ক্রমশ জোড়ালো হচ্ছে

+
title=

হুগলি: আরামবাগের বুলন্ডি এলাকায় হল্ট স্টেশনের দাবি ক্রমশাই জোরালো হয়ে উঠছে। গ্রামবাসীদের দাবি, মায়াপুর থেকে আরামবাগ দীর্ঘ ১৫ কিলোমিটার পথ যাতায়াতের সুবিধার জন্য মাঝে হল্ট স্টেশন তৈরি হোক। এই দাবি নিয়ে ইতিমধ্যেই লোকসভায় সরব হয়েছেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। হল্ট স্টেশনের দাবিকে সমর্থন করেছে জেলা প্রশাসন‌ও।
হল্ট স্টেশনের দাবির বিষয়ে প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই যেভাবে তিনি আরামবাগবাসীর জন্য রেল যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছে। তবে হল্ট স্টেশনটি হলে বিস্তীর্ণ এলাকার মানুষ অনেকটা উপকৃত হবে।
advertisement
স্থানীয়দের দাবি অফিসে যাওয়া, পড়ুয়ার স্কুল কলেজে যাওয়া এবং ব্যবসায়ীদের নিয়মিত যাতায়াতের স্বার্থে বুলন্ডি এলাকায় হল্ট স্টেশন তৈরি করা হোক। ট্রেনের হকাররাও এই হল্ট স্টেশন চাইছেন। নাহলে আরামবাগ পৌঁছতে তাঁদের অত্যন্ত অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এই অবস্থায় রেলমন্ত্রক কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: যাতায়াতে সমস্যা হচ্ছে, হল্ট স্টেশন চায় বুলন্ডির মানুষ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement