Hooghly News : অজানা জ্বর প্রাণ কেড়ে নিল শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে এক তরুণী নার্সের

Last Updated:

ডেঙ্গির চোখ রাঙানির মধ্যে অজানা জ্বরের ভয়াবহতা। শ্রীরামপুরে অজানা জ্বরে মৃত্যু হল এক নার্সিং স্টাফের। মৃতার নাম বিন মিত্র।

মৃত স্বাস্থ্যকর্মী বিন মিত্র
মৃত স্বাস্থ্যকর্মী বিন মিত্র
#হুগলি: ডেঙ্গির চোখ রাঙানির মধ্যে অজানা জ্বরের ভয়াবহতা। শ্রীরামপুরে অজানা জ্বরে মৃত্যু হল এক নার্সিং স্টাফের। মৃতার নাম বিন মিত্র। বছর ২৩-এর বিন মিত্র ছিলেন ডানকুনির বাসিন্দা। তিনি শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ছিলেন। বুধবার সকাল ১১ টা নাগাদ তিনি জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হন ওয়ালস হাসপাতালের আই সি সি ইউ বিভাগে। ওই দিনই দুপুর ৩ টে নাগাত তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে খবর, টালিগঞ্জ নার্সিং কলেজ থেকে নার্সিং নিয়ে পড়াশোনা শেষ করেন বিন। পড়াশোনা শেষ করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে স্টাফ নার্স হিসেবে যোগ দেন। মা বাবার এক মাত্র সন্তান ছিলেন তিনি। দুই বছর যাবত কর্মরত ছিলেন শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে জ্বরের উপসর্গ দেখা যায় তার শরীরে। জ্বর উপেক্ষা করেই নিজের কর্তব্য পালন করতে ব্যস্ত ছিল মৃত নার্স বিন মিত্র।
advertisement
advertisement
হাসপাতাল সূত্রের খবর, শারীরিক অসুস্থতার জন্য বুধবার সকালে পরিবারের সদস্যের সঙ্গে হাসপাতালে চিকিৎসার জন্য আসেন বিন। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। প্রাথমিকভাবে চিকিৎসকরা ডেঙ্গু সন্দেহে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে আইসিসিইউতে ভর্তি করা হয়। ডেঙ্গু পরীক্ষার ফলাফল তার নেগেটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য তাকে ওয়ালশ হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজের ট্রান্সফার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতন আইসিইউ যুক্ত অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়। কিন্তু তার মধ্যেই মৃত্যু ঘটে স্বাস্থ্যকর্মী বিনা মিত্রর।
advertisement
হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারীক রমা ভুঁইয়া জানান,অজানা জ্বরে মৃত্যু হয়েছে নার্সের। জ্বর ছিল তার। ডেঙ্গু পরীক্ষায় এন এস -১ নেগেটিভ রিপোর্ট আসে। আরো সব পরীক্ষার রিপোর্ট আসার আগেই মৃত্যু হয় তার।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News : অজানা জ্বর প্রাণ কেড়ে নিল শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে এক তরুণী নার্সের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement