অর্পিতা মা হতে চেয়েছে শুনে আকাশ থেকে পড়লেন মা! তারপরেই বিস্ফোরণ!

Last Updated:
Arpita Mukherjee: মেয়ের এই সিদ্ধান্তের খবর কি জানতেন মা? কোনও আঁচ ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের মা মিনতি মুখোপাধ্যায়ের কাছে? এই প্রশ্ন করতে ঠিক কী প্রতিক্রিয়া দিলেন অর্পিতার মা?
1/10
আদালতে চার্জশিট পেশ হতেই ফের একের পর এক বিস্ফোরণ। সূত্রের খবর, অর্পিতা মুখোপাধ্যায় সন্তান দত্তক নিতে চেয়েছিলেন। শুধু তাই নয়, সে কথা জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থ তাতে সম্মতিও জানিয়েছিলেন। জানা যাচ্ছে ইডির তরফে জমা করা চার্জশিটে এ কথার উল্লেখ করা হয়েছে।
আদালতে চার্জশিট পেশ হতেই ফের একের পর এক বিস্ফোরণ। সূত্রের খবর, অর্পিতা মুখোপাধ্যায় সন্তান দত্তক নিতে চেয়েছিলেন। শুধু তাই নয়, সে কথা জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থ তাতে সম্মতিও জানিয়েছিলেন। জানা যাচ্ছে ইডির তরফে জমা করা চার্জশিটে এ কথার উল্লেখ করা হয়েছে।
advertisement
2/10
খবরটি প্রকাশ্যে আসতেই এই নিয়ে শুরু হয়েছে হইচই। কিন্তু মেয়ের এই সিদ্ধান্তের খবর কি জানতেন মা? কোনও আঁচ ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের মা মিনতি মুখোপাধ্যায়ের কাছে? এই প্রশ্ন করতে ঠিক কী প্রতিক্রিয়া দিলেন অর্পিতার মা?
খবরটি প্রকাশ্যে আসতেই এই নিয়ে শুরু হয়েছে হইচই। কিন্তু মেয়ের এই সিদ্ধান্তের খবর কি জানতেন মা? কোনও আঁচ ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের মা মিনতি মুখোপাধ্যায়ের কাছে? এই প্রশ্ন করতে ঠিক কী প্রতিক্রিয়া দিলেন অর্পিতার মা?
advertisement
3/10
বস্তুত সাংবাদিকদের এহেন প্রশ্নে রীতিমতো ক্ষুব্ধ অর্পিতার মা। তিনি সাফ জানিয়ে দেন তিনি অর্পিতার ব্যাপারে কিছুই জানেন না! তাঁর কথায়, ও দোষ করুক আর যাই করুক না কেন, শাস্তি হোক বা যাই হোক তার কোনও বিষয়েই কিছু বক্তব্য নেই।
বস্তুত সাংবাদিকদের এহেন প্রশ্নে রীতিমতো ক্ষুব্ধ অর্পিতার মা। তিনি সাফ জানিয়ে দেন তিনি অর্পিতার ব্যাপারে কিছুই জানেন না! তাঁর কথায়, ও দোষ করুক আর যাই করুক না কেন, শাস্তি হোক বা যাই হোক তার কোনও বিষয়েই কিছু বক্তব্য নেই।
advertisement
4/10
মেয়ের সন্তান দত্তক নেওয়ার কথা কী জানতেন? প্রশ্ন করতেই তীব্র বিরক্তি প্রকাশ করে মিনতি দেবীর জবাব, “খালি একই নোংরা কথাবার্তা। আমি ওসব জানি না। এ সমস্ত কথাবার্তার আমি উত্তর দিতে পারব না।”
মেয়ের সন্তান দত্তক নেওয়ার কথা কী জানতেন? প্রশ্ন করতেই তীব্র বিরক্তি প্রকাশ করে মিনতি দেবীর জবাব, “খালি একই নোংরা কথাবার্তা। আমি ওসব জানি না। এ সমস্ত কথাবার্তার আমি উত্তর দিতে পারব না।”
advertisement
5/10
গত ২৩ জুলাই ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। তার পর থেকে কখনও ইডি হেফাজতে, কখনও জেল হেফাজতে দিন কাটছে তার। প্রায় মাসখানেক আলিপুরের মহিলা সংশোধনাগারে বাস আপাতত তাঁর। এদিকে দোরগোড়ায় দুর্গাপুজো। মন খারাপ করছে না মায়ের?
গত ২৩ জুলাই ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। তার পর থেকে কখনও ইডি হেফাজতে, কখনও জেল হেফাজতে দিন কাটছে তার। প্রায় মাসখানেক আলিপুরের মহিলা সংশোধনাগারে বাস আপাতত তাঁর। এদিকে দোরগোড়ায় দুর্গাপুজো। মন খারাপ করছে না মায়ের?
advertisement
6/10
এই প্রশ্নেও বিস্ফোরক প্রতিক্রিয়া মায়ের। তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় মিনতি দেবীকে। রিপোর্টারের প্রশ্নে যে তিনি বিরক্ত হচ্ছেন তা তাঁর হাবেভাবেই স্পষ্ট হয়ে যায়। বলেন, “অর্পিতা নেই তো কী হয়েছে। আমি কী রাস্তায় বেরিয়ে গিয়েছি নাকি।
এই প্রশ্নেও বিস্ফোরক প্রতিক্রিয়া মায়ের। তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় মিনতি দেবীকে। রিপোর্টারের প্রশ্নে যে তিনি বিরক্ত হচ্ছেন তা তাঁর হাবেভাবেই স্পষ্ট হয়ে যায়। বলেন, “অর্পিতা নেই তো কী হয়েছে। আমি কী রাস্তায় বেরিয়ে গিয়েছি নাকি।
advertisement
7/10
এসব প্রশ্ন করে মাথা গরম করে দেয় একদম। আমার কোনও কথা বলা বারণ আছে।” পুজোয় একা থাকলে মন খারাপ করবে না? উত্তরে তিনি বলেন, “একটুও মন খারাপ লাগছে না। আমার মেয়ের উপর রাগ নেই। আমার প্রশ্ন ভাল লাগছে। আমার এত উত্তর দেওয়ার দরকার নেই।”
এসব প্রশ্ন করে মাথা গরম করে দেয় একদম। আমার কোনও কথা বলা বারণ আছে।” পুজোয় একা থাকলে মন খারাপ করবে না? উত্তরে তিনি বলেন, “একটুও মন খারাপ লাগছে না। আমার মেয়ের উপর রাগ নেই। আমার প্রশ্ন ভাল লাগছে। আমার এত উত্তর দেওয়ার দরকার নেই।”
advertisement
8/10
প্রসঙ্গত, আদালতে চার্জশিট পেশ করে ইডি দাবি করেছে, নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার কথা ভেবেই প্রথমে টাকার মালিকানা নিয়ে সত্যিটা বলতে ভয় পেয়েছিলেন অর্পিতা৷
প্রসঙ্গত, আদালতে চার্জশিট পেশ করে ইডি দাবি করেছে, নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার কথা ভেবেই প্রথমে টাকার মালিকানা নিয়ে সত্যিটা বলতে ভয় পেয়েছিলেন অর্পিতা৷
advertisement
9/10
কিন্তু গত ৪ অগাস্ট ইডি-র জিজ্ঞাসাবাদের সময় তিনি জানান, ওই টাকা এবং সোনার গয়নার মালিক পার্থ চট্টোপাধ্যায়ই৷ এই স্বীকারোক্তির জন্য যাতে তাঁর প্রতি নরম মনোভাব নেওয়া হয়, আদালতের কাছে অর্পিতা সেই আর্জিও জানাতে চান বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি৷
কিন্তু গত ৪ অগাস্ট ইডি-র জিজ্ঞাসাবাদের সময় তিনি জানান, ওই টাকা এবং সোনার গয়নার মালিক পার্থ চট্টোপাধ্যায়ই৷ এই স্বীকারোক্তির জন্য যাতে তাঁর প্রতি নরম মনোভাব নেওয়া হয়, আদালতের কাছে অর্পিতা সেই আর্জিও জানাতে চান বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি৷
advertisement
10/10
তাঁর দু'টি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৪৯.৮০ কোটি টাকা এবং পাঁচ কোটি টাকারও বেশি মূল্যের সোনার গয়নার মালিক আসলে পার্থ চট্টোপাধ্যায়৷ ইডি-র জেরায় এ কথা স্বীকার করে নিয়ে রাজসাক্ষী হতেও তৈরি অর্পিতা মুখোপাধ্যায়৷ এসএসসি দুর্নীতি কাণ্ডে চার্জশিট জমা দিয়ে এমনই দাবি করল ইডি৷ ১৫২ পাতার চার্জশিটের ৭৪ নম্বর পাতায় অর্পিতার এই স্বীকারোক্তির কথা জানিয়েছে ইডি৷
তাঁর দু'টি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৪৯.৮০ কোটি টাকা এবং পাঁচ কোটি টাকারও বেশি মূল্যের সোনার গয়নার মালিক আসলে পার্থ চট্টোপাধ্যায়৷ ইডি-র জেরায় এ কথা স্বীকার করে নিয়ে রাজসাক্ষী হতেও তৈরি অর্পিতা মুখোপাধ্যায়৷ এসএসসি দুর্নীতি কাণ্ডে চার্জশিট জমা দিয়ে এমনই দাবি করল ইডি৷ ১৫২ পাতার চার্জশিটের ৭৪ নম্বর পাতায় অর্পিতার এই স্বীকারোক্তির কথা জানিয়েছে ইডি৷
advertisement
advertisement
advertisement