Exclusive || SSC: কমিশনের 'ভাবমূর্তি' উজ্জ্বল করতে 'বড়' পদক্ষেপ। স্বচ্ছতা বাড়াতে মরিয়া এসএসসি চেয়ারম্যান
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Exclusive || SSC: 'উৎসশ্রী' পোর্টালের মাধ্যমে ইতিমধ্যেই প্রায় ২০ হাজার শিক্ষক - শিক্ষিকার বদলি হয়েছে। মোট চার দফা ভিত্তিতে এই গিভেন্স সেল পোর্টালে অভিযোগ জানাতে পারবেন শিক্ষক শিক্ষিকারা।
"তবে এই সেল চালু হওয়ার জেরে অভিযোগের সংখ্যা কমবে নাকি সে বিষয়ে অবশ্য নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। তিনি বলেন "আমরা চাই এই কাজ আরও স্বচ্ছ ভাবে চলুক। তার জন্যই আমরা এই ব্যবস্থা নিয়েছি। কমিশন এর ভাবমূর্তি ও উজ্জ্বল হোক।"
advertisement
advertisement
প্রসঙ্গত শিক্ষকদের বাড়ির কাছে বদলি নীতি কার্যকর করতে রাজ্য চালু করেছে 'উৎসশ্রী' পোর্টাল। এবার সেই বদলি নিয়ে অভিযোগ জানাতেই চালু করা হল গ্রিভেন্স সেল। বুধবার ই স্কুল সার্ভিস কমিশনের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হল এবার থেকে বদলি সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ জানানোর জন্য এই গ্রিভেন্স সেল এ অভিযোগ জানাতে পারবেন শিক্ষক - শিক্ষিকারা।তবে সেক্ষেত্রে কি কি বিষয় নিয়ে অভিযোগ জানানো যাবে সেই বিষয় ও নির্দিষ্ট করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন।কমিশনের তরফে জানানো হয়েছে ১) এসএসসি এর তরফে বদলির সুপারিশ পত্র পেতে দেরি,২) যে সব আবেদনপত্র এসএসসি থেকে ডিআই দের ফেরত পাঠানো হচ্ছে,৩) রাঙ্ক সংক্রান্ত বিষয় ও ৪) অন্যান্য বিষয় নিয়ে অভিযোগ জানানো যাবে।অভিযোগ জানানোর জন্য শিক্ষক - শিক্ষিকাদের নিজেদের employee I'd, এপ্লিকেশন কোড ও মোবাইল নম্বর দিতে হবে।
advertisement
অর্থাৎ শিক্ষক শিক্ষিকা দের নাম জানানোর প্রয়োজন নেই বদলি সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য।কমিশনের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে wbsschelpdesk.com/ support এই ইউআরএল মারফত অভিযোগ জানাতে পারবেন। তবে অন্য বিষয় বলতে কি কি বিষয় নিয়ে অভিযোগ জানানো যাবে সেই বিষয়ে স্পষ্ট করেনি এসএসসি।তবে এসএসসি এর আধিকারিক দের দাবি অন্যান্য বিষয় বলতে বদলি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়েই অভিযোগ জানাতে পারবেন শিক্ষক - শিক্ষিকারা। ইতিমধ্যেই প্রায় ১৯ হাজারের ও বেশি শিক্ষক বদলি হয়েছেন উৎসশ্রী পোর্টালের মাধ্যমে।কিন্তু এই বদলি নিয়ে একাধিক হাই কোর্ট এ মামলা হয়েছে।সে ক্ষেত্রে এই বদলি প্রক্রিয়া কে অভিযোগ কমাতে,পাশাপাশি হাই কোর্ট এর আগেই এসএসসি তেই বদলি এর অভিযোগ নিয়ে নিষ্পত্তি করতে এই সেল চালু করা হল বলেই মনে করা হচ্ছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
First Published :
September 22, 2022 2:15 PM IST