উত্তরপ্রদেশে জেলের মধ্যে গ্যাংস্টার মুন্না বজরঙ্গীকে গুলি করে খুন

Last Updated:

জেলের মধ্যেই গুলি করে খুন করা হল কুখ্যাত ডন মুন্না বজরঙ্গীকে (৫১) । সোমবার উত্তরপ্রদেশের বাগপত জেলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

#লখনউ: জেলের মধ্যেই গুলি করে খুন করা হল কুখ্যাত ডন মুন্না বজরঙ্গীকে (৫১) । সোমবার উত্তরপ্রদেশের বাগপত জেলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ ২০০৫ সালে বিজেপি নেতাকে খুন করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে ৷ সোমবার এই মামলায় তাকে আদালত পেশ করার কথা ছিল ৷ ঘটনার জেরে জেলার-সহ তিনজনকে সাসপেন্ড করা হয়েছে ৷
সূত্রের খবর, এদিন সকাল ৬:৩০টা নাগাদ বাগপত কয়েদিরা যখন চা খাচ্ছিল তখনই মাফিয়া সুনীল রাঠীর নাম আরেক জেলের কয়েদি আচমকা গ্যাংস্টার মুন্না বজরঙ্গীকে লক্ষ্য করে গুলি চালায় ৷ পুলিশ জানিয়েছে, তাকে লক্ষ্য করে ১০ বার গুলি করা হয় ৷ এরপর জেলের নর্দমায় তার দেহ ফেলে দেওয়া হয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ৷ রবিবারই ঝাঁসি থেকে বাগপত জেলে মুন্নাকে ট্রান্সফার করা হয় ৷
advertisement
advertisement
মুন্না বজরঙ্গী ওরফে প্রেম প্রকাশকে বিজেপি নেতাকে খুন করার অভিযোগে মুম্বই থেকে অক্টোবর ২০০৯ গ্রেফতার করা হয় ৷
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, জেলের ভিতরে এরকম ঘটনা অত্যন্ত গুরুতর ৷ দোষীদের কঠোর শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি ৷ বজরঙ্গীর বিরুদ্ধে খুন ও তোলাবাজির প্রায় ৪০টি মামলা রয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তরপ্রদেশে জেলের মধ্যে গ্যাংস্টার মুন্না বজরঙ্গীকে গুলি করে খুন
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement