‘আমি চলে গেলে তোমরা আরও ভাল উপাচার্য পাবে’, যাদবপুরে গিয়ে আবেগপ্রবণ উপাচার্য

Last Updated:

বিশ্ববিদ্যালয়ে পা দিয়েই আবেগপ্রবণ হয়ে পড়লেন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস ৷ সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ অনশনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলতে বিশ্ববিদ্যালয়ে পৌঁছন সুরঞ্জনবাবু ৷

#কলকাতা: বিশ্ববিদ্যালয়ে পা দিয়েই আবেগপ্রবণ হয়ে পড়লেন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস ৷ সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ অনশনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলতে বিশ্ববিদ্যালয়ে পৌঁছন সুরঞ্জনবাবু ৷ সেখানে গিয়ে পড়ুয়াদের সামনে ভেঙে পড়েন উপাচার্য ৷ বলেন, ‘‘সমস্যা মেটাতে আমি ব্যর্থ হয়েছি ৷ সে কথা আচার্যকেও জানিয়েছি ৷ আমি চলে গেলে তোমরা আরও ভাল উপাচার্য পাবে ৷’’ এরপর কিছুটা স্বগতোক্তির গলায় তিনি বলেন, ‘‘আমার চেয়ার থেকে যতটুকু পেরেছি করেছি ৷ আচার্য পরামর্শ দিলেই ইসি করব ৷’’
প্রবেশিকা ফেরানোর দাবিতে আন্দোলন শুরু করেছে যাদবপুরের পড়ুয়ারা ৷ তাতে যোগ দিয়েছেন অধ্যাপক, প্রাক্তনীরাও ৷ প্রথমে উপাচার্যকে ঘেরাও করে রাখলেও পরে অবশ্য উঠে যায় ঘেরাও ৷ এরপর থেকেই অনশনে বসেছে পড়ুয়ারা ৷ আজও ক্লাস বয়কটের সিদ্ধান্ত নিয়েছে কলা বিভাগের কয়েকটি শাখা ৷ গতকাল যাদবপুর ইস্যুতে আচার্যের সঙ্গে কথা বলতে রাজভবনে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে কথা বলেন পার্থ ৷
advertisement
অনশনে পড়ুয়ারা ৷ নিজস্ব চিত্র ৷ অনশনে পড়ুয়ারা ৷ নিজস্ব চিত্র ৷
advertisement
পড়ুয়াদের দাবি, যেভাবে প্রতিনিয়ত সরকারি হস্তক্ষেপ আসছে ৷ তা মেনে নিচ্ছে কর্তৃপক্ষ ৷ কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বাধিকার রয়েছে ৷ সমস্ত ক্ষেত্রে সরকারের দাবি মেনে নেওয়া একেবারেই ঠিক নয় বলে দাবি করলেন আন্দোলনকারীরা ৷ অন্যদিকে, ৩ জুলাই থেকে ৬ জুলাই অ্যাডমিশন টেস্ট নেওয়ার কথা ছিল। ৯ জুন সেই নোটিসও বেরিয়েছিল। কিন্তু, সোমবার আচমকা সেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তার জেরেই চলছে এই ছাত্র বিক্ষোভ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘আমি চলে গেলে তোমরা আরও ভাল উপাচার্য পাবে’, যাদবপুরে গিয়ে আবেগপ্রবণ উপাচার্য
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement