‘আমি চলে গেলে তোমরা আরও ভাল উপাচার্য পাবে’, যাদবপুরে গিয়ে আবেগপ্রবণ উপাচার্য
Last Updated:
বিশ্ববিদ্যালয়ে পা দিয়েই আবেগপ্রবণ হয়ে পড়লেন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস ৷ সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ অনশনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলতে বিশ্ববিদ্যালয়ে পৌঁছন সুরঞ্জনবাবু ৷
#কলকাতা: বিশ্ববিদ্যালয়ে পা দিয়েই আবেগপ্রবণ হয়ে পড়লেন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস ৷ সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ অনশনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলতে বিশ্ববিদ্যালয়ে পৌঁছন সুরঞ্জনবাবু ৷ সেখানে গিয়ে পড়ুয়াদের সামনে ভেঙে পড়েন উপাচার্য ৷ বলেন, ‘‘সমস্যা মেটাতে আমি ব্যর্থ হয়েছি ৷ সে কথা আচার্যকেও জানিয়েছি ৷ আমি চলে গেলে তোমরা আরও ভাল উপাচার্য পাবে ৷’’ এরপর কিছুটা স্বগতোক্তির গলায় তিনি বলেন, ‘‘আমার চেয়ার থেকে যতটুকু পেরেছি করেছি ৷ আচার্য পরামর্শ দিলেই ইসি করব ৷’’
প্রবেশিকা ফেরানোর দাবিতে আন্দোলন শুরু করেছে যাদবপুরের পড়ুয়ারা ৷ তাতে যোগ দিয়েছেন অধ্যাপক, প্রাক্তনীরাও ৷ প্রথমে উপাচার্যকে ঘেরাও করে রাখলেও পরে অবশ্য উঠে যায় ঘেরাও ৷ এরপর থেকেই অনশনে বসেছে পড়ুয়ারা ৷ আজও ক্লাস বয়কটের সিদ্ধান্ত নিয়েছে কলা বিভাগের কয়েকটি শাখা ৷ গতকাল যাদবপুর ইস্যুতে আচার্যের সঙ্গে কথা বলতে রাজভবনে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে কথা বলেন পার্থ ৷
advertisement
advertisement
পড়ুয়াদের দাবি, যেভাবে প্রতিনিয়ত সরকারি হস্তক্ষেপ আসছে ৷ তা মেনে নিচ্ছে কর্তৃপক্ষ ৷ কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বাধিকার রয়েছে ৷ সমস্ত ক্ষেত্রে সরকারের দাবি মেনে নেওয়া একেবারেই ঠিক নয় বলে দাবি করলেন আন্দোলনকারীরা ৷ অন্যদিকে, ৩ জুলাই থেকে ৬ জুলাই অ্যাডমিশন টেস্ট নেওয়ার কথা ছিল। ৯ জুন সেই নোটিসও বেরিয়েছিল। কিন্তু, সোমবার আচমকা সেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তার জেরেই চলছে এই ছাত্র বিক্ষোভ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
July 09, 2018 12:29 PM IST