দোষীদের ফাঁসি হবে কি ? নির্ভয়া কাণ্ডে আজ রায় দেবে শীর্ষ আদালত

Last Updated:

নির্ভয়া খুন ও গণধর্ষণ মামলায় আজ চূড়ান্ত রায় দেবে দেশের শীর্ষ আদালত ৷ দোষীদের ফাঁসি হবে কিনা, তাও জানা যাবে আজই ৷

#নয়াদিল্লি: নির্ভয়া খুন ও গণধর্ষণ মামলায় আজ চূড়ান্ত রায় দেবে দেশের শীর্ষ আদালত ৷ দোষীদের ফাঁসি হবে কিনা, তাও জানা যাবে আজই ৷
২০১২-র ১৬ ডিসেম্বর রাতে ২৩ বছরের প্যারামেডিক্যাল ছাত্রী দক্ষিণ দিল্লির একটি চলন্ত বাসে পুরুষ সঙ্গীর সামনেই ধর্ষিতা হন ৷ যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে অন্ত্র বের করে সআনা হয়েছিল ৷ সে সময় ঘটনার বিভৎসতায় চমকে গিয়েছিল গোটা দেশ ৷ শিউরে উঠেছিল আসমুদ্র-হিমাচল ৷ প্রায় ১৩ দিনের লড়াই শেষে সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছিল নির্যাতিতার ৷ গর্জে উঠেছিল আট থেকে আশি দেশের সাধারণ মানুষ ৷ প্রতিবাদ আছড়ে পড়েছিল মিছিলের মোমবাতির শিখায় ৷ ৬ ধর্ষককে গ্রেফতার করে দিল্লি পুলিশ ৷
advertisement
advertisement
বিচার চলাকালীন রাম সিং নামে একজনের মৃত্যু হয় তিহার জেলে ৷ এর মধ্যে একজনের বয়স ১৮-র কম হওয়ায় নাবালক অপরাধী হিসাবে তাকে সংশোধনাগারে পাঠানো হয়েছিল ৷ ৩ বছর পর মুক্তিও পেয়ে যায় সে ৷ বাকি চার অপরাধী বিনয়, মুকেশ, পবন ও অক্ষয়কে গত বছর ৫ মে সুপ্রিম কোর্ট ফাঁসির সাজা দেয়। এরপরই বিনয়, মুকেশ ও পবন ফাঁসির শাস্তির পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে ৷ অক্ষয় কোনও পুনর্বিবেচনার আবেদন করেনি।
advertisement
প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ আজ তিন অপরাধীর শাস্তি কমানো সংক্রান্ত মামলার রায় দেবে। অক্ষয় এখনও শাস্তি পুনর্বিবেচনার আবেদন করেনি। তবে এ জন্য তাকে ৩ সপ্তাহ সময় দিয়েছে শীর্ষ আদালত।
বাংলা খবর/ খবর/দেশ/
দোষীদের ফাঁসি হবে কি ? নির্ভয়া কাণ্ডে আজ রায় দেবে শীর্ষ আদালত
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement