ভারী বৃষ্টিতে বন্ধ স্কুল-কলেজ, আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি খারাপ হওয়ার পূর্বাভাস মুম্বইয়ে
Last Updated:
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই ৷ আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে ৷ এমনই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ আজ সোমবার ৷
#মুম্বই: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই ৷ আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে ৷ এমনই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ আজ সোমবার ৷ সপ্তাহের প্রথম দিনে আবারও লাগাতার বৃষ্টিতে থমকে গিয়েছে জনজীবন ৷ ট্রেন পরিষেবাও স্তব্ধ হয়ে গিয়েছে ৷ পরিস্থিতি একেবারেই আয়ত্তের বাইরে চলে যাওয়ায় সরকারি তরফে স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে ৷ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল,কলেজগুলি বন্ধ রাখার আর্জি জানানো হয়েছে ৷
জানা গিয়েছে, মুম্বইয়ের প্যারেল, ধারবি, মাতুঙ্গার পরিস্থিতি খুবই শোচনীয় ৷ শহরের একাধিক জায়গায় জল জমে থাকার ফলে ট্রাফিক পরিষেবাও বিপর্যস্ত হয়ে গিয়েছে ৷ স্কুল-কলেজ বন্ধ থাকার পাশাপাশি সরকারি অফিস গুলিতেও হাজিরা একেবারেই নগন্য ৷
রাস্তার যানজটের সমস্যা তো রয়েছেই ৷ সেই সঙ্গে স্তব্ধ হয়ে গিয়েছে মুম্বইয়ের ট্রেন পরিষেবাও ৷ রেললাইনে অতিরিক্ত জল জমে থাকার কারণে নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে চলছে লোকাল ট্রেন ৷ মুম্বইয়ের পশ্চিম শাখার জনসংযোগ অফিসার বলেন, নালা সোয়াপারাতে রেল লাইনে ১৮০ মিলিমিটারের বেশি জল দাঁড়িয়ে রয়েছে ৷ যার জন্য নির্ধারিত সময়ের থেকে ১৫ মিনিট দেরিতে চলছে ট্রেন ৷
advertisement
advertisement
সড়ক পরিষেবাও বিপর্যস্ত ৷ জল জমে থাকার কারণে বেশিরভাগ বাসের রুট বদল করে দেওয়া হয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাম্প চালিয়ে লাইন থেকে জল নিষ্কাসনের চেষ্টা চলছে ৷ একইসঙ্গে ভারী বৃষ্টির কারণে বিমান পরিষেবাও থমকে গিয়েছে ৷
view commentsLocation :
First Published :
July 09, 2018 2:37 PM IST