ফাঁসিই বহাল রইল নির্ভয়ার ধর্ষকদের, চূড়ান্ত রায়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

নির্ভয়া খুন ও গণধর্ষণ মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করল দেশের শীর্ষ আদালত ৷ জানিয়ে দিল ফাঁসির সাজাই বহাল থাকবে ধর্ষকদের ৷ গত বছর ৫ মে সুপ্রিম কোর্ট ফাঁসির সাজা শুনিয়েছিল চার অভিযুক্তকে ৷

#নয়াদিল্লি: নির্ভয়া খুন ও গণধর্ষণ মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করল দেশের শীর্ষ আদালত ৷ জানিয়ে দিল ফাঁসির সাজাই বহাল থাকবে ধর্ষকদের ৷ গত বছর ৫ মে সুপ্রিম কোর্ট ফাঁসির সাজা শুনিয়েছিল চার অভিযুক্তকে ৷ এর মধ্যে শাস্তির পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছিল মুকেশ, বিনয় ও পবন নামের তিনজন ৷ অক্ষয় নামের একজন পুনর্বিবেচনার আবেদন করেনি। অবশেষে আজ প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করল ৷
২০১২-র ১৬ ডিসেম্বর রাতে ২৩ বছরের প্যারামেডিক্যাল ছাত্রী দক্ষিণ দিল্লির একটি চলন্ত বাসে পুরুষ সঙ্গীর সামনেই ধর্ষিতা হন ৷ যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে অন্ত্র বের করে সআনা হয়েছিল ৷ সে সময় ঘটনার বিভৎসতায় চমকে গিয়েছিল গোটা দেশ ৷ শিউরে উঠেছিল আসমুদ্র-হিমাচল ৷ প্রায় ১৩ দিনের লড়াই শেষে সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছিল নির্যাতিতার ৷ গর্জে উঠেছিল আট থেকে আশি দেশের সাধারণ মানুষ ৷ প্রতিবাদ আছড়ে পড়েছিল মিছিলের মোমবাতির শিখায় ৷ ৬ ধর্ষককে গ্রেফতার করে দিল্লি পুলিশ ৷ বিচার চলাকালীন রাম সিং নামে একজনের মৃত্যু হয় তিহার জেলে ৷ এর মধ্যে একজনের বয়স ১৮-র কম হওয়ায় নাবালক অপরাধী হিসাবে তাকে সংশোধনাগারে পাঠানো হয়েছিল ৷ ৩ বছর পর মুক্তিও পেয়ে যায় সে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফাঁসিই বহাল রইল নির্ভয়ার ধর্ষকদের, চূড়ান্ত রায়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement