Yash-Rana: 'যশ বুঝেছিলেন, 'চিনে বাদাম' ব্যবসা করবে না, তাই আগেই সরে দাঁড়ান', বিস্ফোরক রানা

Last Updated:

Yash Dasgupta-Rana Sarkar: শুক্রবার রাতে ছবির ব্যবসা নিয়ে তথ্য নেওয়ার পর তিনি একটি ফেসবুক পোস্ট করেন, যেখানে লেখা, 'সত্য হল, 'চিনে বাদাম' ফ্লপ হলে যশ জিতে যাবে, প্রযোজক বাঁচুক আর মরুক, কিচ্ছু এসে যায় না কারও।'

#কলকাতা: শুক্রবার মুক্তি পাওয়া ছবি 'চিনে বাদাম' বিতর্কে নয়া মাত্রা যোগ করলেন প্রযোজক রানা সরকার। ছবিমুক্তির দিনই ছবির পরিচালক শিলাদিত্য মৌলিকের নাম না করে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ছবির নায়ক যশ দাশগুপ্ত। তার উপরে শোনা যাচ্ছে, প্রথম দিনে মাল্টিপ্লেক্সে এই ছবি খুব একটা ব্যবসা করতে পারেনি। যদিও এখনও শনি ও রবির হিসেব বাকি। তাতেও ছবির নায়িকা-প্রযোজক এনা সাহা এবং শিলাদিত্যের কপালে ভাঁজ। নায়ক তো অনেক আগেই ছবির সঙ্গে নিজেকে বিচ্ছিন্ন করেছেন। এমনই সময়ে বিস্ফোরক মন্তব্য করলেন রানা।
শুক্রবার রাতে ছবির ব্যবসা নিয়ে তথ্য নেওয়ার পর তিনি একটি ফেসবুক পোস্ট করেন, যেখানে লেখা, 'সত্য হল, 'চিনে বাদাম' ফ্লপ হলে যশ জিতে যাবে, প্রযোজক বাঁচুক আর মরুক, কিচ্ছু এসে যায় না কারও।'
advertisement
এর আগেও ট্যুইট করে লেখেন, টাকা পেয়ে গেছি আর কি চাই, এবার প্রোডিউসার মরুক…।' তার পর এনা সাহা এবং জারেক এন্টারটেইনমেন্টকে উল্লেখ করে লেখেন, 'আমি সঙ্গে আছি। কোনও সাাহায্য লাগলে জানিও। ওদের নিয়ে রিলিজ করলে যা হতো ওদের ছাড়া রিলিজ করলেও একই হবে।'
advertisement
advertisement
সেই প্রসঙ্গেই নিউজ১৮ বাংলার তরফে রানাকে যোগাযোগ করা হয়। রানা জানান, প্রথম দিনের ভিত্তিতে যা বোঝা যাচ্ছে, ছবিটি ততটাও ব্যবসা করছে না। তাই তাঁর ধারণা, ''যশ বোধ হয় আগেই বুঝে গিয়েছিলেন যে এই ছবি তেমন ব্যবসা করবে না, তাই আগেভাগে শৈল্পিক মতবিরোধের নাম দিয়ে সরে গিয়েছেন। কিন্তু ছবি ভাল হোক বা মন্দ, হিট হোক বা ফ্লপ, এটা তো একটা টিম ওয়ার্ক। এ ভাবে মাঝ পথে ছেড়ে যাওয়া যায় নাকি? আর চলচ্চিত্রের কথা বললে, এটা তো পরিচালকের মাধ্যম, শৈল্পিক মতবিরোধ হতে পারে পরিচালক এবং প্রযোজকের মধ্যে। নায়কের সঙ্গে কিসের মতবিরোধ? সেটাই তো বুঝতে পারছি না। তা ছাড়া এক জন প্রযোজক একটি ছবিতে কত কত টাকা ব্যয় করেন, তাঁকে এ ভাবে জলে ফেলে দিলে চলে নাকি?''
advertisement
এই সমস্ত জলঘোলার সূত্রপাত, ছবি মুক্তি পাওয়ার আগে যশের একটি ট্যুইট। যেখানে তিনি লিখেছিলেন, 'শৈল্পিক মতবিরোধের জন্য জারেক এন্টারটেনমেন্ট প্রযোজিত ও শিলাদিত্য মৌলিক পরিচালিত চিনেবাদাম ছবিথেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। এই ছবির সঙ্গে আর জড়িত থাকতে চাই না আমি কোনও ভাবেই।' তার পর থেকে বিতর্ক। যার জল এখন আইনের দরজা পর্যন্ত গড়াল বলে।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
Yash-Rana: 'যশ বুঝেছিলেন, 'চিনে বাদাম' ব্যবসা করবে না, তাই আগেই সরে দাঁড়ান', বিস্ফোরক রানা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement