viral video: ভিকি-ক্যাটের বিয়ে ! তার আগেই ফাঁস সলমন খান ও ক্যাটরিনার বিয়ের ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
viral video: বিয়ের আর আর মাত্র কয়েকদিন! তার আগেই ক্যাটরিনা ও সলমনের ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য
#মুম্বই: ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের (Katrina Kaif Vicky Kaushal wedding)তোরজোর শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে ডিসেম্বর মাসের সাত তারিখেই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। সেই মতো রাজস্থানে রাজকীয় কায়দায় হবে বিয়ে।
এর মধ্যেই চর্চায় এসেছে ক্যাটরিনার মেহেন্দি থেকে পোশাক (Katrina Kaif Vicky Kaushal wedding)। ক্যাটরিনা লকষ টাকা দামের মেহেন্দি পরবেন বলে জানা গিয়েছে। পোশাকেও থাকবে নানা চমক। আসলে ক্যাটরিনা ও ভিকি কৌশলের প্রেমটা তলে তলে অনেক দিন ধরেই এগোচ্ছিল। মুখ খুলছিলেন না কেউ। যদিও বিয়ে নিয়ে প্রকাশ্যে কিছুই বলছেন না তাঁরা।
advertisement
advertisement
advertisement
তবে বলিউডের খবর কি আর চাপা থাকে। সে ফাঁস হবেই। এই যেমন কিছুদিন আগে ক্যাটরিনাকে (Katrina Kaif Vicky Kaushal wedding) কিভাবে প্রপোজ করেছিলেন ভিকি তা সামনে এসেছিল। মজার কাণ্ড ঘটিয়েছিলেন ভিকি। ক্যাটরিনার জন্য ডার্ক চকোলেট ব্রাউনি অর্ডার করেছিলেন ভিকি। সেই ব্রাউনির মধ্যেই একটি নোট ছিল, যেখানে বিয়ের প্রস্তাব ছিল। যদিও সেসব এখন অনেক দিনের ঘটনা। বিয়েতেই এখন সকলের চোখ আটকে আছে।
advertisement
এর মাঝেই ফাঁস হল ক্যাটরিনা ও সলমনের (Katrina Kaif salman khan wedding video ) খানের একটি বিয়ের ভিডিও। ক্যাটরিনার সঙ্গে বহুদিন প্রেমের সম্পর্ক ছিল সলমন খানের। ক্যাটরিনাকে বিয়ে করতে চেয়েছিলেন সলমন খান। কিন্তু সে সম্পর্ক টেকেনি। তবে তাঁরা এখন নিজেদের বন্ধু মনে করেন। নয়তো ক্যাটের বিয়েতে নানা কাণ্ড করে বসতেন সলমন খান।
advertisement
তবে এসব বিয়ের খবরের মধ্যেই সামনে এল ক্যাট ও সল্লুর বিয়ের ( viral video) ভিডিও। ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এই ভিডিও। যেখানে একে অপরকে মালা পরিয়ে দিচ্ছেন তাঁরা। এই ভিডিও দেখা মাত্র শেয়ার করা শুরু করে দিয়েছেন ভক্তরা। অনেকে বলছেন ক্যাটের বিয়ে হয়ে গিয়েছে সলমন খানের সঙ্গে। ভিডিওটিকে সত্যি বলে মনে করা হলেও, জানা গিয়েছে এটি একটি সিনেমার শ্যুটিংয়ের দৃশ্য। এক সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন তাঁরা। এটি তেমনই একটি সিনেমার শ্যুটিংয়ের দৃশ্য। কিন্তু সলমন খানের ফ্যানেরা কথা শুনলে তবে না!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 27, 2021 1:16 PM IST