শীতের মরসুমে শান্তিনিকেতনে উদয়শঙ্কর নৃত্য উৎসব, থাকবেন মমতা শঙ্কর সহ অনেক গুণী শিল্পীরা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় গত কয়েক বছরের সাফল্যের পর আবার শান্তিনিকেতনে তাদের এই উদ্যোগ। আগামী দিনে ফেডারেশনের উদ্যোগ আরও জেলায় নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে জানানো হয়।
বীরভূম: শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে অনুষ্ঠিত হবে দুই দিনের উদয় শঙ্কর নৃত্য উৎসব। আয়োজনে ওয়েস্টবেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন, সহায়তায় ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার। রাজ্যের মোট ছাব্বিশটা নৃত্য সংগঠন এই উৎসবে অংশগ্রহণ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা শঙ্কর, পার্বতী গুপ্ত, চন্দ্রদয় ঘোষ, অমিত অধিকারী প্রমুখ। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় গত কয়েক বছরের সাফল্যের পর আবার শান্তিনিকেতনে তাদের এই উদ্যোগ। আগামী দিনে ফেডারেশনের উদ্যোগ আরও জেলায় নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে জানানো হয়।

শান্তিনিকেতন এর সৃজনী শিল্প গ্রামে আয়োজিত হবে “আলমোরা”, দুই দিনের উদয়শঙ্কর নৃত্য উৎসব (৬ ডিসেম্বর, ৭ ডিসেম্বর, ২০২৪, দুই দিন সন্ধ্যা ৬টা)। রাজ্যের নানা প্রান্ত থেকে ছাব্বিশটি নাচের দল এই বিশেষ উৎসবে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানের উদ্যোগ ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন সহযোগিতায় ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার। প্রথম দিনে অংশগ্রহণে মমতা শঙ্কর ডান্স কোম্পানি, ডান্সার্স গিল্ড ,আনন্দধারা, শিল্প বিতান, সূচনা। সহ আরও অনেকে, দ্বিতীয় দিনে ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন, নৃত্য উপাসনা , আনন্দধ্বনি, স্টেপস এন্ড রিদম সহ আরও দল।
advertisement
advertisement
কলকাতা সহ বিভিন্ন জেলার নৃত্য সংস্থা এই বর্ণাঢ্য উৎসবে অংশগ্রহণ করবেন। মমতা শঙ্কর জানান, “কলকাতার বাইরেও ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন এর কাজের প্রচার, প্রসার এর অন্যতম প্রধান লক্ষ্য। কলকাতার বাইরেও অনেক গুণি শিল্পী, নৃত্য সংস্থা আছে যাঁরা সবসময় কলকাতায় এসে তাঁদের নৃত্য পরিবেশন করতে পারেন না, আবার অনেক কলকাতার সংস্থা আছে যাঁরা কলকাতার বাইরে গেলে সেখানকার দর্শক তাঁদের কাজ দেখার সুযোগ পান। তাই, কলকাতার বাইরেও এই আয়োজনের গুরত্ব অপরিসীম।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2024 1:24 PM IST