Durga Puja: ফড়ফড়ে পরিবারের কুলদেবী দুর্গার আরাধনায় ভক্তের ঢল,দূরদূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
পুজোয় দুরদূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা,ফড়ফড়ে পরিবারের কুলদেবী দুর্গার আরাধনায় অবাক করা ভক্ত সমাগম
দুর্গাপুর,দীপিকা সরকার: এই পুজো ঐতিহ্যবাহী কোনও বনেদি বাড়ির দুর্গাপুজো নয়, আবার বারোয়ারি অথবা সর্বজনীন দুর্গাপুজোও নয় ! এই পুজো ফড়ফড়ে পরিবারের কুলদেবতা দেবী দুর্গার পুজো।পারিবারিক পুজো হলেও মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়।সপ্তমীর সকালে মা দুর্গার ঘট আনতে গিয়ে দামোদর নদ থেকে মন্দির পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তায় দণ্ডি কাটেন শতাধিক ভক্তের দল। এমনই নজীরবিহীন দৃশ্যের দেখা মেলে দুর্গাপুরের অণ্ডাল ব্লকের মদনপুর গ্রামে৷
এই গ্রামে গবিমাতার মন্দিরে প্রতিষ্ঠিত ফড়ফড়ে পরিবারের কুলদেবী দেবী দুর্গা যা বহু প্রাচীন পাথরের ছোট্ট একটি মূর্তি। দু’বেলা দেবীর নিত্যসেবা হয় এখানে। তবে সেই মূর্তি পরিবারের সদস্য ছাড়া আজও কাউকে দেখানো হয়না।
পারিবারিক পুজো হলেও এই পুজোয় প্রতিমাকে ডাকের সাজে সাজাতে ভক্তের দল বছরের পর বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন৷ পরবর্তী ২০ -২৫ বছর পর্যন্ত মায়ের ডাকের সাজের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করে রেখেছেন ভক্তরা। ওই গ্রামের কয়েকশো বছরের প্রাচীন ফড়ফড়ে পরিবারের গোবি মাতা মন্দিরে দেবী দুর্গার আরাধনায় হাজার হাজার ভক্তের সমাগম হয় অষ্টমীর পুজোয়। ফড়ফড়ে পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রাচীন ঐতিহ্য ও রীতি-নীতি মেনে বংশের কুলদেবতার পুজো হয় নিষ্ঠা সহকারে। স্থানীয় বাসিন্দা ও আশপাশের গ্রাম-সহ দূরদূরান্ত থেকে ভক্তদের সমাগম হয় ফড়ফড়ে বাড়ির পুজোয়।
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Durgapur,Barddhaman,West Bengal
First Published :
September 26, 2025 5:43 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja: ফড়ফড়ে পরিবারের কুলদেবী দুর্গার আরাধনায় ভক্তের ঢল,দূরদূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা