একই পরিবারের পুজো, অথচ দেখতে পাবেন তিন জেলায়! এক বাড়িতে এসেছিলেন নেতাজিও! পুরোটা জানুন
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Traditional Durga Puja : এই বাড়িতে পদধূলি দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আর সেই বাড়িতেই বহু বছর ধরে আরাধনা হয় দেবী দুর্গার।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: নীলকন্ঠ নিবাস। এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রাম, দেশপ্রেমের কাহিনী। কারণ এই বাড়িতেই পদধূলি দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস। আর সেই বাড়িতেই বহু বছর ধরে আরাধনা হয় দেবী দুর্গার। জানা যায় মুঘল আমল থেকে এই পুজোর সূচনা হয়। মুঘল সম্রাজ্ঞী যোধাবাইয়ের অনুরোধে রাজা প্রতাপাদিত্বের সেনাধ্যক্ষ শঙ্কর চট্টোপাধ্যায়ের হাত ধরে এই পুজোর সূচনা হয়।
সে সময় এই পুজোর সূচনা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার বারাসাতে। সেখানে এখনও দুর্গাপুজো মহাধুমধামের সঙ্গে পালিত হয়। পরবর্তীতে শংকর চট্টোপাধ্যায় বংশের একটি শাখা চলে যায় বর্ধমানের আউসগ্রাম লাগোয়া অমরারগড়ে। কিন্তু সেখান থেকে প্রায় ২০০ বছর আগে সমস্ত সম্পত্তি দেবত্র করে দেওয়া হয়। তারপর সমগ্র চট্টোপাধ্যায় পরিবার চলে আসে পুরুলিয়ায়।
আরও পড়ুন : কাশীপুর রাজবাড়ির গন্ধ পাবেন এখানে! ক্ষত্রিয় যোদ্ধাদের ঘরের কাছে এসেছিলেন দেবী! কীভাবে শুরু জানলে চমকে যাবেন
পুরুলিয়ার এই নীলকন্ঠ নিবাসেই এই পুজো হয়ে আসছে। একইভাবে এই পুজো বর্ধমানেও করা হয়। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে বহু আবেগ। বর্তমানে এই পুজোর সমস্ত দায়িত্ব পালন করেন চট্টোপাধ্যায় পরিবারের বর্তমান উত্তরসূর রাজশ্রী চট্টোপাধ্যায়। মহা ধুমধামের সঙ্গে এই পুজো হয় পুরুলিয়ার মাটিতে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলার ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম এই চট্টোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো। জেলার মানুষের আবেগের সঙ্গে মিশে রয়েছে এই পুজো। পুজোর এই চারটে দিন বহু মানুষের সমাগম হয় নীলকন্ঠ নিবাসে। হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও। গোটা পরিবার এই পুজোর আনন্দে মেতে ওঠে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
September 26, 2025 5:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একই পরিবারের পুজো, অথচ দেখতে পাবেন তিন জেলায়! এক বাড়িতে এসেছিলেন নেতাজিও! পুরোটা জানুন