Ilish Price: জলের দরে মিলছে ইলিশ ! দাম ৩০০ টাকা...! ওজন কত, সুস্বাদু হবে তো...? হাসি ফুটেছে মধ্যবিত্তের মুখে

Last Updated:
Ilish Price: পুজোর আগেই ইলিশের দাম নেমে এল ৩০০ টাকায়। ক্রেতাদের ভিড়ে জমজমাট মাছের বাজার। মিলছে কোথায়? শুনলেই থলে হাতে ছুটবেন!
1/6
পুজোর আগেই হুড়মুড়িয়ে কমল ইলিশের দাম। এই ইলিশ কাকদ্বীপে মিলছে ৩০০ টাকা প্রতি কেজি দরে। ফলে হাসি ফুটেছে সকলের মুখেই। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
পুজোর আগেই হুড়মুড়িয়ে কমল ইলিশের দাম। এই ইলিশ কাকদ্বীপে মিলছে ৩০০ টাকা প্রতি কেজি দরে। ফলে হাসি ফুটেছে সকলের মুখেই। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/6
এ নিয়ে কাকদ্বীপ পালবাজার মৎস্য বাজারের এক ব্যবসায়ী স্বপন দাস জানিয়েছেন ৩০০ টাকা থেকে ইলিশ শুরু হয়ে পাওয়া যাচ্ছে ৮০০ টাকা পর্যন্ত। এই দামের মধ্যে ক্রেতারা ইলিশ কিনছেন।
এ নিয়ে কাকদ্বীপ পালবাজার মৎস্য বাজারের এক ব্যবসায়ী স্বপন দাস জানিয়েছেন ৩০০ টাকা থেকে ইলিশ শুরু হয়ে পাওয়া যাচ্ছে ৮০০ টাকা পর্যন্ত। এই দামের মধ্যে ক্রেতারা ইলিশ কিনছেন।
advertisement
3/6
৮০০-৯০০ ওজনের মাছ ১৪০০ এবং ১ কেজির উপরের মাছ ২০০০ টাকা প্রতি কেজি দরে পাওয়া যাচ্ছে। তবে জলের দরে ৩০০ টাকায় ইলিশ মাছ পাওয়া নিয়ে বাজারে চাঞ্চল্য ছড়িয়েছে। যা কিনতে অনেক ক্রেতাই আসছেন।
৮০০-৯০০ ওজনের মাছ ১৪০০ এবং ১ কেজির উপরের মাছ ২০০০ টাকা প্রতি কেজি দরে পাওয়া যাচ্ছে। তবে জলের দরে ৩০০ টাকায় ইলিশ মাছ পাওয়া নিয়ে বাজারে চাঞ্চল্য ছড়িয়েছে। যা কিনতে অনেক ক্রেতাই আসছেন।
advertisement
4/6
পুজোর আগেই আবহাওয়া খারাপ হওয়ায় অনেক মৎস্যজীবী ফিরে এসেছেন। জাল কোনোওরকমে গুটিয়ে ফিরতে হয়েছে তাদের।‌ এদিকে পুজোর বাজারে মাছ বিক্রি করতেই হবে। ফলে সব মাছ ছাড়তে হয়েছে তাদের।
পুজোর আগেই আবহাওয়া খারাপ হওয়ায় অনেক মৎস্যজীবী ফিরে এসেছেন। জাল কোনোওরকমে গুটিয়ে ফিরতে হয়েছে তাদের।‌ এদিকে পুজোর বাজারে মাছ বিক্রি করতেই হবে। ফলে সব মাছ ছাড়তে হয়েছে তাদের।
advertisement
5/6
৫০০-৭০০ গ্রামের ইলিশ ৬০০ টাকাতেই মিলছে। এই ইলিশের এখন স্বাদ ভাল। তবে ৩০০ টাকার ইলিশ মাছটি খুব ছোট সাইজের থাকছে। ৩০০ গ্রামের থেকে ছোট সাইজের মাছ সেগুলি।
৫০০-৭০০ গ্রামের ইলিশ ৬০০ টাকাতেই মিলছে। এই ইলিশের এখন স্বাদ ভাল। তবে ৩০০ টাকার ইলিশ মাছটি খুব ছোট সাইজের থাকছে। ৩০০ গ্রামের থেকে ছোট সাইজের মাছ সেগুলি।
advertisement
6/6
আবহাওয়া খারাপ না থাকলে মাছ আরও জালে আসত‌। এখনও অনেক ট্রলার ফিরছে। সেগুলি ফিরলে আরও দাম কমতে পারে। সেক্ষেত্রে সাধারণের নাগালে ইলিশ চলে আসবে। দাম নিয়ে আর চিন্তা থাকবে না। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
আবহাওয়া খারাপ না থাকলে মাছ আরও জালে আসত‌। এখনও অনেক ট্রলার ফিরছে। সেগুলি ফিরলে আরও দাম কমতে পারে। সেক্ষেত্রে সাধারণের নাগালে ইলিশ চলে আসবে। দাম নিয়ে আর চিন্তা থাকবে না। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
advertisement
advertisement