Durga Puja 2025: কল্যাণীতে ঠাকুর দেখতে যাবেন? কোথায় থাকবেন! কোথায় গাড়ি পার্কিং করবেন! কোথায় খাবেন! রইল সব তথ্য

Last Updated:
Durga Puja 2025: কল্যাণীতে ঠাকুর দেখার সময় গাড়ি পার্কিং কোথায় করবেন? খাবেন কোথায়? রইল সব তথ্য।
1/6
নদিয়ার কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের দুর্গাপুজো বেশ কয়েক বছর ধরে নজরকাড়া আকর্ষণ। এ বছরও বিরাট আকারের মণ্ডপ, শৈল্পিক প্রতিমা ও থিমের টানে লাখো মানুষের ভিড় আশা করা হচ্ছে। তাই কল্যাণীতে ঠাকুর দেখতে এলে কী কী খাবেন কোথায় থাকবেন কোথায় নিজেদের গাড়ি পার্কিং করবেন কোন স্টেশনে নামলে সুবিধা হবে, রইল সমস্ত বিস্তারিত তথ্য!ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
নদিয়ার কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের দুর্গাপুজো বেশ কয়েক বছর ধরে নজরকাড়া আকর্ষণ। এ বছরও বিরাট আকারের মণ্ডপ, শৈল্পিক প্রতিমা ও থিমের টানে লাখো মানুষের ভিড় আশা করা হচ্ছে। তাই কল্যাণীতে ঠাকুর দেখতে এলে কী কী খাবেন কোথায় থাকবেন কোথায় নিজেদের গাড়ি পার্কিং করবেন কোন স্টেশনে নামলে সুবিধা হবে, রইল সমস্ত বিস্তারিত তথ্য!ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
প্রথমেই খাবারের ব্যবস্থা। আইটিআই মোড় চত্বরের চারপাশে প্রচুর অস্থায়ী স্টল বসেছে যেখানে ফুচকা, চাউমিন, কাটলেট থেকে শুরু করে ভাত-ডাল-মাংসের পূর্ণ থালা পাওয়া যাবে। পাশাপাশি কল্যাণী স্টেশন থেকে আইটিআই মোড় পর্যন্ত রাস্তার দুই ধারে বারবিকিউ নেশন, চাওম্যান, ভূতের রাজা দিল বরের মত দেশ নামি দামি রেস্টুরেন্ট। যেখানে পরিবার নিয়ে নিশ্চিন্তে বসে খাওয়ার সুযোগ আছে।
প্রথমেই খাবারের ব্যবস্থা। আইটিআই মোড় চত্বরের চারপাশে প্রচুর অস্থায়ী স্টল বসেছে যেখানে ফুচকা, চাউমিন, কাটলেট থেকে শুরু করে ভাত-ডাল-মাংসের পূর্ণ থালা পাওয়া যাবে। পাশাপাশি কল্যাণী স্টেশন থেকে আইটিআই মোড় পর্যন্ত রাস্তার দুই ধারে বারবিকিউ নেশন, চাওম্যান, ভূতের রাজা দিল বরের মত দেশ নামি দামি রেস্টুরেন্ট। যেখানে পরিবার নিয়ে নিশ্চিন্তে বসে খাওয়ার সুযোগ আছে।
advertisement
3/6
থাকার সুবিধাও রয়েছে কল্যাণীতে। শহরে একাধিক লজ ও হোটেল রয়েছে—বিশেষ করে বি-ব্লক ও জে-ব্লক অঞ্চলে সুলভে রাত কাটানোর ব্যবস্থা আছে। যারা কলকাতা বা নদিয়ার অন্য প্রান্ত থেকে আসছেন, তাদের আগেভাগে অনলাইনে বুকিং করে নেওয়ার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। কারণ ইতিমধ্যেই অঢেল বুকিং আসতে শুরু করে দিয়েছে
থাকার সুবিধাও রয়েছে কল্যাণীতে। শহরে একাধিক লজ ও হোটেল রয়েছে—বিশেষ করে বি-ব্লক ও জে-ব্লক অঞ্চলে সুলভে রাত কাটানোর ব্যবস্থা আছে। যারা কলকাতা বা নদিয়ার অন্য প্রান্ত থেকে আসছেন, তাদের আগেভাগে অনলাইনে বুকিং করে নেওয়ার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। কারণ ইতিমধ্যেই অঢেল বুকিং আসতে শুরু করে দিয়েছে
advertisement
4/6
গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। আইটিআই মাঠের আশেপাশে ও নির্দিষ্ট স্কুল প্রাঙ্গণে পার্কিং জোন তৈরি করা হয়েছে যাতে দর্শনার্থীদের অসুবিধা না হয়। এছাড়াও প্রশাসনের নির্দেশে একাধিক পেইড পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে দুই চাকা এবং চার চাকার জন্য। পুলিশ ও স্বেচ্ছাসেবকরা ভিড় সামলাতে সাহায্য করবেন।
গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। আইটিআই মাঠের আশেপাশে ও নির্দিষ্ট স্কুল প্রাঙ্গণে পার্কিং জোন তৈরি করা হয়েছে যাতে দর্শনার্থীদের অসুবিধা না হয়। এছাড়াও প্রশাসনের নির্দেশে একাধিক পেইড পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে দুই চাকা এবং চার চাকার জন্য। পুলিশ ও স্বেচ্ছাসেবকরা ভিড় সামলাতে সাহায্য করবেন।
advertisement
5/6
সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্যানিটেশন ব্যবস্থা। দর্শনার্থীদের জন্য পৌরসভার উদ্যোগে অস্থায়ী পাবলিক টয়লেট বসানো হয়েছে পুজো মন্ডপের একাধিক জায়গায়। পাশাপাশি কিছু স্থায়ী শৌচাগারকেও দর্শনার্থীদের জন্য খোলা রাখা হবে। মহিলাদের জন্য আলাদা টয়লেট ও পানীয় জলের ব্যবস্থাও রাখা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে প্রশাসন সূত্র মারফত।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্যানিটেশন ব্যবস্থা। দর্শনার্থীদের জন্য পৌরসভার উদ্যোগে অস্থায়ী পাবলিক টয়লেট বসানো হয়েছে পুজো মন্ডপের একাধিক জায়গায়। পাশাপাশি কিছু স্থায়ী শৌচাগারকেও দর্শনার্থীদের জন্য খোলা রাখা হবে। মহিলাদের জন্য আলাদা টয়লেট ও পানীয় জলের ব্যবস্থাও রাখা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে প্রশাসন সূত্র মারফত।
advertisement
6/6
কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের ঠাকুর দেখতে গেলে কলকাতা থেকে আপনাকে ট্রেনে করে এসে নামতে হবে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। সেখান থেকে মাত্র হাঁটা পথ। সব মিলিয়ে, প্রশাসন, ক্লাব ও পৌরসভা মিলিতভাবে চেষ্টা করছে যাতে পুজোর আনন্দ উপভোগ করতে এসে কেউ যেন সমস্যায় না পড়েন।
কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের ঠাকুর দেখতে গেলে কলকাতা থেকে আপনাকে ট্রেনে করে এসে নামতে হবে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। সেখান থেকে মাত্র হাঁটা পথ। সব মিলিয়ে, প্রশাসন, ক্লাব ও পৌরসভা মিলিতভাবে চেষ্টা করছে যাতে পুজোর আনন্দ উপভোগ করতে এসে কেউ যেন সমস্যায় না পড়েন।
advertisement
advertisement
advertisement