Aditya Singh Rajput Death: ফের মৃত্যু বলি তারকার! বাথরুম থেকে মিলল অভিনেতা আদিত্য সিং রাজপুতের নিথর দেহ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Aditya Singh Rajput Death: মৃত্যু হল প্রখ্যাত অভিনেতা, মডেল, কাস্টিং কোঅর্ডিনেটর আদিত্য সিং রাজপুতের। বাথরুম থেকে নিথর দেহ উদ্ধার হল নায়কের। পুলিশের প্রাথমিক অনুমান, ড্রাগের ওভাগডোজে মৃত্যু হয়েছে।
মুম্বই: ফের ভয়ানক ঘটনা বিনোদন জগতে। আবারও মৃত্যু অভিনেতার। শোকের ছায়া গ্রাস করল গ্ল্যামার দুনিয়াকে। মৃত্যু হল প্রখ্যাত অভিনেতা, মডেল, কাস্টিং কোঅর্ডিনেটর আদিত্য সিং রাজপুতের। বাথরুম থেকে নিথর দেহ উদ্ধার হল নায়কের। পুলিশের প্রাথমিক অনুমান, ড্রাগের ওভারডোজে মৃত্যু হয়েছে।
সংবাদমাধ্যমের খবর, তাঁকে যখন হাসপাতালে আনা হয়েছে, ততক্ষণে মৃত্যু হয়ে গিয়েছে। জানা যায়, এক বন্ধু তাঁর দেহ উদ্ধার করেছেন বাথরুম থেকে। সেই বন্ধুই বাড়ির দারোয়ানের সাহায্য নিয়ে তাঁকে কাছাকাছি এক হাসপাতালে নিয়ে যান।
advertisement
সূত্রের দাবি, মাদকাসক্ত ছিলেন আদিত্য। ড্রাগ ওভারডোজেই মৃত্যু হয়েছে তাঁর। দিল্লিতেই জন্ম ‘স্প্লিসটভিলা’ রিয়্যালিটি শো খ্যাত অভিনেতার। মুম্বইয়ে এসে মডেল হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। সিরিয়াল ছাড়াও একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।
advertisement
‘ক্রান্তিবীর’, ‘ম্যায়নে গান্ধি কো নেহি মারা’ ছবিতে অভিনয় করেছেন। এ ছাড়া ‘স্প্লিসটভিলা’র ৯ নম্বর সিজনে প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ”লাভ, ‘আশিকি’, ‘ব্যাড বয় সিজন ৪’-র মতো একাধিক টেলিভিশন শো-তে কাজ করেছেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2023 6:00 PM IST