২০০৫ সালে ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনে তৃতীয় স্থান দখল।
তাও সকলের থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনিই।
সেই রাহুল বৈদ্য আজ সুখবর দিলেন তাঁর ভক্তদের। বাবা হতে চলেছেন তিনি।
স্ত্রী, নায়িকা দিশা পারমারের সঙ্গে ছবি পোস্ট করে তিনি দিলেন সন্তান আগমনের আগাম বার্তা।
ছবিতে দেখা যাচ্ছে, দিশা ও রাহুল কালো রঙের জামা পরে দাঁড়িয়ে আছেন। দু’জনেরই গাল ভর্তি হাসি।
রাহুলের হাতে একটি স্লেট। যাতে লেখা, ‘হবু মা ও বাবা।’
দিশার বেবি বাম্প স্পষ্ট সেই ছবিতে। পরের ছবিতে আল্ট্রাসোনোগ্রাফির ঝলক।
তার পর প্রায় দু’বছর পর সংসারে তিন নম্বর অতিথির আগমনের খবর শোনা গেল।