Sarath Babu Death: প্রয়াত অভিনেতা শরৎবাবু! মৃত্যুর ভুয়ো খবর রটার সপ্তাহখানেক বাদেই চলে গেলেন নায়ক
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Sarath Babu Death: ৭১ বছর বয়সেও খ্যাতির ঘাটতি ছিল না তাঁর। হায়দরাবাদের একটি হাসপাতালে গত কয়েক সপ্তাহ ধরে চিকিৎসা চলছিল শরৎবাবুর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন জনপ্রিয় অভিনেতা।
হায়দরাবাদ: প্রয়াত শরৎবাবু। সোমবার সকালবেলা হায়দরাবাদে মৃত্যু হয় তেলুগু ও তামিল অভিনেতা শরৎবাবুর। ৭১ বছর বয়সেও খ্যাতির ঘাটতি ছিল না তাঁর। হায়দরাবাদের একটি হাসপাতালে গত কয়েক সপ্তাহ ধরে চিকিৎসা চলছিল শরৎবাবুর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন জনপ্রিয় অভিনেতা।
কিছু দিন আগেই তাঁকে নিয়ে ভুয়ো খবর রটে সোশ্যাল মিডিয়ায়। তিনি প্রয়াত হয়েছে বলে গুজব বটে। পরে জানা যায়, তিনি জীবিত আছেন। বর্ষীয়ান অভিনেতার বোন সেই খবরে প্রতিক্রিয়া দিয়ে জানান, আগের থেকে অনেক ভাল আছেন শরৎবাবু। এমনকি আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডেও দেওয়া হয়েছে। সকলকে অনুরোধ করেছিলেন, যেন ভুয়ো খবরে বিশ্বাস না করেন কেউ। কিন্তু মৃত্যুর ভুয়ো খবরের সপ্তাহখানেক পরই সেই খবর সত্যি হয়ে যায়।
advertisement
advertisement
শরৎবাবুর একাধিক অঙ্গ বিকল হয়ে যায়। জানা গিয়েছে, তাঁর সেপসিস হয়েছিল। তার ফলে ধীরে ধীরে কিডনি, ফুসফুস, লিভার এবং অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে। কয়েক সপ্তাহে দু’বার হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।
advertisement
শরৎবাবুর আসল নাম সত্যম বাবু দিক্ষীতুলু। ১৯৭৩ সালে তেলুগু ছবি ‘রামা রাজ্যম’-এ প্রথম বার অভিনয় করেন তিনি। তার পর চার বছর টানা তামিল ছবিতে অভিনয় করেছেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2023 4:33 PM IST