তুনিশার শেষকৃত্যে হাজির সিজানের পরিবার, শোকে জ্ঞান হারালেন অভিনেত্রীর মা
- Published by:Sanchari Kar
Last Updated:
মাত্র ২০-তেই প্রয়াত মেয়ে। ধাক্কা সামলে উঠতে পারেননি তুনিশার মা বনিতা শর্মা। শ্মশানে অভিনেত্রীর শেষকৃত্য চলাকালীনই জ্ঞান হারান তিনি।
#মুম্বই: মঙ্গলবার মুম্বইয়ের মীরা রোডের শ্মশানে তুনিশা শর্মার শেষকৃত্য সম্পন্ন হয়। অভিনেত্রীকে শেষ বার দেখতে সেখানে হাজির হয়েছিলেন তাঁর সহকর্মীরা। শুধু তাই নয়। সেখানে উপস্থিত হয়েছিলেন তুনিশার প্রেমিক সিজান খানের মা এবং বোন। পাপারাৎজির ভিড় কাটিয়ে দু'জনেই সোজা পৌঁছে যান অভিনেত্রীর পরিবারের কাছে।
মাত্র ২০-তেই প্রয়াত মেয়ে। ধাক্কা সামলে উঠতে পারেননি তুনিশার মা বনিতা শর্মা। শ্মশানে অভিনেত্রীর শেষকৃত্য চলাকালীনই জ্ঞান হারান তিনি। শেষমেশ একটি চেয়ারে বসিয়ে তাঁকে গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়।
#WATCH | TV actor Tunisha Sharma death case | Sister and mother of accused Sheezan Khan also arrived at the crematorium ground in Mira Road area for her last rites. pic.twitter.com/HA0voEOwQr
— ANI (@ANI) December 27, 2022
advertisement
advertisement
তুনিশার মৃত্যুর জন্য তাঁর প্রেমিক সিজানকে কাঠগড়ায় তুলেছেন বনিতা। অভিনেত্রীর মায়ের অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর মেয়েকে ব্যবহার করেন সিজান। তিনি বলেন, "একটা সম্পর্কে থাকা সত্ত্বেও ও (সিজান) তুনিশাকে সঙ্গে রেখেছিল। তিন-চার মাস পর্যন্ত ওকে ব্যবহার করেছিল।"
advertisement
রবিবার গ্রেফতার হয়েছেন সিজান। আপাতত তাঁকে দফায় দফায় জেরা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, বারবার বয়ান বদলাচ্ছেন অভিনেত্রীর প্রেমিক। অন্য দিকে, তুনিশার এক সহকর্মীও সিজানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকার অভিযোগ এনেছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 28, 2022 7:38 AM IST