টাইগারের জন্মদিন! ভাইজানের জন্মদিনে খুশিতে ভরিয়ে স্পেশাল গিফট দিলেন ক্যাটরিনা
- Published by:Aryama Das
Last Updated:
নজর কেড়েছে ক্যাটরিনা কাইফের উইশ
#মুম্বই: বলিউডের ভাইজান সলমন খান। তাঁর জীবনের বিশেষ দিন আজ। ৫৭তম জন্মদিনে প্রাক্তন বান্ধবী তাঁকে শুভেচ্ছা জানালেন। সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তরা তাঁর জন্মদিনে সুন্দর সুন্দর উইশ করেছেন, কিন্তু তারমধ্যে থেকে নজর কেড়ে নিয়েছে ক্যাটরিনা কাইফের উইশ।

ক্যাটরিনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সলমনের একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, "টাইগারের জন্মদিন"। কালো সাদা সেই ছবিতে সলমন খান হাত মুঠো করে এক কিলার লুকে। সেই ছবি শেয়ার করেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রাক্তন বান্ধবী। 'টাইগার' নামটা তিনবার লিখে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।
advertisement
advertisement
প্রসঙ্গত, কোটি কোটি টাকার মালিক সলমন খান কোনও প্রাসাদসম বাড়িতে থাকার কথা, কিন্তু তিনি না থেকে সেখানে তাঁর বাড়ি জসলা বা মন্নতের মতও নয়, এত কোটি কোটি সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন ৷ কোনও সাতমহলা রাজপ্রাসাদের থেকে বান্দ্রার ফ্ল্যাটই তাঁর প্রিয় ৷ এর কারণ হল বান্দ্রার তাঁর ফ্ল্যাটের ঠিক উপরের ফ্ল্যাটে ঠিক থাকেন তাঁর বাবা, মা ৷ ছোটবেলা থেকেই এই বিল্ডিং তাঁর পরিবারের মত ৷ তিনি যখন ছোট ছিলেন সেই বিল্ডিং-এর বাচ্চারা একসঙ্গে খেলা করতেন ৷ এই বাড়ির সঙ্গে বহু পুরনো স্মৃতি জড়িয়ে আছে ৷ সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভক্তরা ভিড় করেন যাতে তাঁদের স্বপ্নের নায়ককে দেখতে পান ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 27, 2022 6:09 PM IST