'শিল্পী' শর্টফিল্মে বাজিমাত সেন পরিবারের ! বাবা-মাকে নিয়ে অভিনয়ে মাতলেন ঋদ্ধি সেন !
- Published by:Piya Banerjee
Last Updated:
বাড়িতে বসে শুট করা একটা শর্ট ফিল্মেও যে থিয়েটারের এফেক্ট আানা সম্ভব তা 'শিল্পী' দেখলেই বোঝা যায়।
#কলকাতা: না! লকডাউনের সব কিছু যে খারাপ তা আর কিছুতেই বলা যাবে না। অন্তত উইন্ডোস প্রোডাকশন হাউসের শেষ লকডাউন শর্টস 'শিল্পী' দেখার পরে তো একেবারেই নয়।এই লকডাউনের মাঝেই অসাধারণ বেশ কিছু শর্ট ফিল্ম অনলাইনের মাধ্যমে দর্শকদের উপহার দিয়ে চলেছেন শিবপ্রসাদ ও নন্দিতা।তাঁদের শেষ ছোট ছবি 'শিল্পী'তে তাঁরা কাস্ট করেছেন কৌশিক সেন, ঋদ্ধি সেন এবং রেশমি সেনকে। এই প্রথম স্বপরিবারে অনস্ক্রিন কাজ করলেন সেন পরিবার। গল্পটাকে এমনভাবে সাজানো হয়েছে যে এই শর্ট ফিল্ম দেখতে দেখতে আপনার মনে হতেই পারে এইটা আসলে একেবারেই সেন পরিবারের অন্দরমহলের সত্যি ঘটনা এবং এটা স্ক্রিপ্টেড নয়।
সারাদিন টিভি চ্যানেলে চোখ রাখতে রাখতে এবারে হাঁপিয়ে উঠছেন সকলেই।সেইখানে দাঁড়িয়ে বোকা বাক্স খারাপ হয়ে গেলেও শিল্পীরা যেখানে রয়েছেন সেখানে একঘেয়েমি যে তাঁদের হারাতে পারবে না তা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবে এই শর্ট ফিল্ম।কৌশিক সেন ও রেশমি সেনের সেই কলেজের দিনগুলো থেকে ছিনিয়ে নেওয়া একমুঠো স্মৃতি।সেগুলোই আবার তুলে ধরা ড্রইংরুম থিয়েটারে।কিছুই নেই তাও যেন রয়েছে সবই।রয়েছে দর্শক, রয়েছে আলো রয়েছে থার্ড বেল রয়েছে হাততালি।আর সেখানে দাঁড়িয়েই পর পর 'প্রথম পার্থ', 'ওথেলো', 'রোগীর বন্ধু' পারফর্ম করে চলেছেন তিন শিল্পী।
advertisement
advertisement
বাড়িতে বসে শুট করা একটা শর্ট ফিল্মেও যে থিয়েটারের এফেক্ট আানা সম্ভব তা 'শিল্পী' দেখলেই বোঝা যায়। ছোট একটা ড্রইংরুমেও যে শিল্পীরা কি অসাধারণ ম্যাজিক তৈরি করতে পারেন তা এই শর্টেই স্পষ্ট।'নানা রঙের দিন' নাটকের যে লাইনগুলো শেষে কৌশিক সেন আওড়ে চললেন তা যেন গায়ে কাঁটা দেয়, 'শিল্পকে যে মানুষ ভালোবেসেছে কালিনাথ তাঁর কাছে বার্ধক্য নেই, একাকীত্ত্ব নেই, রোগ নেই... মৃত্যু ভয়ের উপর সেতো হাসতে হাসতে ডাকাতি করতে পারে।' এই শর্ট ফিল্ম ১৩ মিনিটের।গল্প নন্দিতা রায়ের। সংগীত প্রবুদ্ধ বন্দোপাধ্যায়ের।
advertisement
SREEPARNA DASGUPTA
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 08, 2020 10:03 PM IST

