IND vs NZ T20 Series: কবে-কখন-কোথায় খেলা? রইল ভারত বনাম নিউজিল্যান্ড টি-২০ সিরিজের সম্পূর্ণ সূচি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs NZ T20 Series: ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ভারতকে ১-২ ব্যবধানে হার মানতে হয়েছে। এবার দুই দল মুখোমুখি হচ্ছে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ভারতকে ১-২ ব্যবধানে হার মানতে হয়েছে। এবার দুই দল মুখোমুখি হচ্ছে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। এই সিরিজের সূচনা হবে ২১ জানুয়ারি থেকে। দুই দলের স্কোয়াড আগেই ঘোষণা করা হয়েছে এবং ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই সিরিজ নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতির দিক থেকে এই সিরিজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত সবকটি টি-টোয়েন্টি ম্যাচই ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে। প্রতিটি ম্যাচের টস অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। ফলে দর্শকদের জন্য প্রাইম টাইমে উত্তেজনাপূর্ণ ক্রিকেট উপভোগের সুযোগ থাকবে।
৫ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২১ জানুয়ারি নাগপুরে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচ ২৩ জানুয়ারি রায়পুরে এবং তৃতীয় ম্যাচ ২৫ জানুয়ারি গুয়াহাটিতে খেলা হবে। সিরিজের প্রতিটি ম্যাচই দেশের ভিন্ন ভিন্ন শহরে আয়োজন করা হয়েছে, যা দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
advertisement
advertisement
এরপর ২৮ জানুয়ারি বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি খেলা হবে ৩১ জানুয়ারি তিরুবনন্তপুরমে। এই সিরিজের মাধ্যমে দুই দলই নিজেদের শক্তি ও দুর্বলতা যাচাই করে নেওয়ার পাশাপাশি ভবিষ্যতের বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুতি সেরে নিতে চাইবে।
আরও পড়ুনঃ Virat Kohli: দল হারলেও কোহলির ব্যাটে জোড়া বিশ্বরেকর্ড, সচিনের আরও একটি রেকর্ড ভাঙলেন বিরাট
advertisement
টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারত ও নিউজিল্যান্ডের স্কোয়াড:
নিউজিল্যান্ড দল: মার্ক চ্যাপম্যান, টিম রবিনসন, মাইকেল ব্রেসওয়েল, বেভান জ্যাকবস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জ্যাকারি ফোল্কস, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ইশ সোধি।
ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (প্রথম তিন ম্যাচ), হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জশপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ইশান কিশান (উইকেটকিপার), রবি বিষ্ণোই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 19, 2026 6:29 PM IST











