Rat Control Tips: ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ? রাসায়নিক নয়, যম লুকিয়ে আপনার রান্নাঘরেই! একরাতেই ঘর থেকে পালাবে পাঁই পাঁই করে

Last Updated:
How to Get Rid of Rats Naturally: ঘরে ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ? পেঁয়াজ, লাল লঙ্কা, লবঙ্গ ও পুদিনা তেল ব্যবহার করে কীভাবে সহজে ও নিরাপদে ইঁদুর তাড়াবেন, জানুন ঘরোয়া উপায়ে
1/6
প্রতিদিনের জীবনে ঘরের এক কোণে লুকিয়ে থাকা ইঁদুর অনেক বাড়িতেই বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। খাবার নষ্ট করা থেকে শুরু করে জামাকাপড়, বই কিংবা কাঠের আসবাব কেটে ক্ষতি করে এই প্রাণী। তবে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করে ঘরোয়া কিছু সহজ উপায় মেনে চললেই ইঁদুরের উপদ্রব অনেকটাই কমানো যায়।
প্রতিদিনের জীবনে ঘরের এক কোণে লুকিয়ে থাকা ইঁদুর অনেক বাড়িতেই বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। খাবার নষ্ট করা থেকে শুরু করে জামাকাপড়, বই কিংবা কাঠের আসবাব কেটে ক্ষতি করে এই প্রাণী। তবে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করে ঘরোয়া কিছু সহজ উপায় মেনে চললেই ইঁদুরের উপদ্রব অনেকটাই কমানো যায়।
advertisement
2/6
ইঁদুর তাড়াতে সবচেয়ে পরিচিত ও সহজ উপাদান হল পেঁয়াজ। পেঁয়াজের তীব্র গন্ধ ইঁদুর একেবারেই সহ্য করতে পারে না। কয়েকটি পেঁয়াজ কেটে ঘরের বিভিন্ন কোণা, রান্নাঘরের তাকের নিচে বা ইঁদুর চলাচলের পথে রেখে দিলে তারা সেই জায়গা এড়িয়ে চলে এবং ধীরে ধীরে বাড়ি ছেড়ে পালায়।
ইঁদুর তাড়াতে সবচেয়ে পরিচিত ও সহজ উপাদান হল পেঁয়াজ। পেঁয়াজের তীব্র গন্ধ ইঁদুর একেবারেই সহ্য করতে পারে না। কয়েকটি পেঁয়াজ কেটে ঘরের বিভিন্ন কোণা, রান্নাঘরের তাকের নিচে বা ইঁদুর চলাচলের পথে রেখে দিলে তারা সেই জায়গা এড়িয়ে চলে এবং ধীরে ধীরে বাড়ি ছেড়ে পালায়।
advertisement
3/6
বিশেষজ্ঞদের মতে, লাল লঙ্কা ইঁদুর দূরে রাখার ক্ষেত্রে বেশ কার্যকর। লাল লঙ্কার ঝাল গন্ধ ও তীক্ষ্ণতা ইঁদুরের চোখ ও নাকে জ্বালা ধরায়। যেখানে ইঁদুরের যাতায়াত বেশি, সেখানে আস্ত লাল লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলে ভাল ফল পাওয়া যায়।
বিশেষজ্ঞদের মতে, লাল লঙ্কা ইঁদুর দূরে রাখার ক্ষেত্রে বেশ কার্যকর। লাল লঙ্কার ঝাল গন্ধ ও তীক্ষ্ণতা ইঁদুরের চোখ ও নাকে জ্বালা ধরায়। যেখানে ইঁদুরের যাতায়াত বেশি, সেখানে আস্ত লাল লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলে ভাল ফল পাওয়া যায়।
advertisement
4/6
ঘর থেকে ইঁদুর তাড়াতে লবঙ্গের ব্যবহারও বেশ জনপ্রিয়। কয়েকটি লবঙ্গ পাতলা কাপড়ে বেঁধে ঘরের বিভিন্ন কোণায় রেখে দিন। লবঙ্গের শক্ত গন্ধ পেলে ইঁদুর সেখানে বেশিক্ষণ থাকতে পারে না এবং দ্রুত সরে যায়।
ঘর থেকে ইঁদুর তাড়াতে লবঙ্গের ব্যবহারও বেশ জনপ্রিয়। কয়েকটি লবঙ্গ পাতলা কাপড়ে বেঁধে ঘরের বিভিন্ন কোণায় রেখে দিন। লবঙ্গের শক্ত গন্ধ পেলে ইঁদুর সেখানে বেশিক্ষণ থাকতে পারে না এবং দ্রুত সরে যায়।
advertisement
5/6
এছাড়াও পুদিনা তেল বা পুদিনা পাতা ইঁদুর দূরে রাখার ক্ষেত্রে অত্যন্ত উপকারী। ইঁদুর পুদিনার গন্ধ একেবারেই পছন্দ করে না। ঘরের কোণা, দরজা-জানালার ধারে বা ইঁদুরের গর্তের কাছে পুদিনা পাতা কিংবা তুলোর উপর পুদিনা তেল দিয়ে রাখলে ইঁদুর ঘরে ঢোকার সাহস পায় না।
এছাড়াও পুদিনা তেল বা পুদিনা পাতা ইঁদুর দূরে রাখার ক্ষেত্রে অত্যন্ত উপকারী। ইঁদুর পুদিনার গন্ধ একেবারেই পছন্দ করে না। ঘরের কোণা, দরজা-জানালার ধারে বা ইঁদুরের গর্তের কাছে পুদিনা পাতা কিংবা তুলোর উপর পুদিনা তেল দিয়ে রাখলে ইঁদুর ঘরে ঢোকার সাহস পায় না।
advertisement
6/6
পুরনো দিনের একটি কার্যকর পদ্ধতি হল ফিনাইল বা ন্যাফথলিন বল ব্যবহার করা। এই বড়িগুলির তীব্র গন্ধ ইঁদুরের কাছে অত্যন্ত বিরক্তিকর। ইঁদুর যেখানে বেশি আসে, সেখানে এই বড়িগুলি রাখলে তারা দ্রুত সেই এলাকা ছেড়ে চলে যায়। নিয়মিত এই ঘরোয়া টোটকাগুলি ব্যবহার করলে ইঁদুরের উপদ্রব থেকে অনেকটাই স্বস্তি মিলতে পারে।
পুরনো দিনের একটি কার্যকর পদ্ধতি হল ফিনাইল বা ন্যাফথলিন বল ব্যবহার করা। এই বড়িগুলির তীব্র গন্ধ ইঁদুরের কাছে অত্যন্ত বিরক্তিকর। ইঁদুর যেখানে বেশি আসে, সেখানে এই বড়িগুলি রাখলে তারা দ্রুত সেই এলাকা ছেড়ে চলে যায়। নিয়মিত এই ঘরোয়া টোটকাগুলি ব্যবহার করলে ইঁদুরের উপদ্রব থেকে অনেকটাই স্বস্তি মিলতে পারে।
advertisement
advertisement
advertisement