Sourav Banerjee joins TMC: ধরনা মঞ্চে বড় চমক! তৃণমূলে যোগ দিলেন অভিনেতা তরুণ কুমারের নাতি সৌরভ
- Published by:Teesta Barman
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Sourav Banerjee joins TMC: ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখলেন। উত্তম কুমার এবং তরুণ কুমারের নাতি সৌরভ টেলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ।
কলকাতা: তৃণমূলে যোগ দিলেন তরুণ কুমারের নাতি, অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়। ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখলেন। উত্তম কুমার এবং তরুণ কুমারের নাতি সৌরভ টেলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ।
মমতা বললেন, ‘‘আমরা মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা করি। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ আছে। আমার বাবার সঙ্গে তরুণ কুমারের যোগাযোগ ছিল। এই পরিবার বাংলার সম্মানিত পরিবার। সেদিন উত্তম কুমারের দেহ রাখতে দেওয়া হয়নি রবীন্দ্রসদনে৷ আমরা মানবিক দিক থেকে দেখি। ওঁদের পরিবারের সঙ্গে আমার ভাল সম্পর্ক আছে।’
আরও পড়ুন: অভিষেকের 'বার্তা' পেয়েই বুক চওড়া কুন্তলের! যা বললেন এবার, দুর্নীতি কাণ্ডের মোড় ঘুরিয়ে দিতে পারে
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আমরা উত্তম কুমারকে দেখিনি। ওঁকে অনেক অসম্মান করা হয়েছিল। আমি পরে শুনেছি। উত্তম কুমারের পরিবারের সঙ্গে আমার ভাল যোগাযোগ গড়ে উঠেছে। এই পরিবারকে আমরা বাংলার এক সম্মানীয় পরিবার হিসেবে দেখি।’’
advertisement
অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্য়ায়ের স্বামী সৌরভ ধরনা মঞ্চে উঠে দাঁড়িয়ে মাইকে বললেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের ছোট থেকে সম্পর্ক। ছোট থেকেই ওঁদের দেখছি। ওঁরাও আমাকে সেই ছোটবেলা থেকে চেনেন। ফলে এখানে রাজনৈতিক নেত্রী বা মুখ্যমন্ত্রী, এরকম কোনও সম্পর্কের বিষয় নয়। উনি আমাকে খুব ভালবাসেন। আর যেভাবে ওঁরা কাজ করছেন, তাতে মনে করেছি যে ওঁদের পাশে দাঁড়ানো উচিত। তাই আমি যোগ দান করেছি। আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক কাজ করেছেন উনি। ভবিষ্যতে আরও কাজ হবে। আমার সঙ্গে প্রত্যেকের সম্পর্ক ভাল। এভাবেই এগিয়ে যেতে চাই। আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ইন্ডাস্ট্রিকে দেখার জন্য অরূপ বিশ্বাসকে দায়িত্ব দিয়েছেন। অরূপদাও যেভাবে ইন্ডাস্ট্রিকে দেখছেন, তাতে আমরা শিল্পীরা যথেষ্ট খুশি।’’
advertisement
Abir Ghoshal, Somraj Bandopadhyay
Location :
Kolkata,West Bengal
First Published :
March 30, 2023 1:11 PM IST