Scam | Kuntal Ghosh: অভিষেকের 'বার্তা' পেয়েই বুক চওড়া কুন্তলের! যা বললেন এবার, দুর্নীতি কাণ্ডের মোড় ঘুরিয়ে দিতে পারে

Last Updated:

Scam | Kuntal Ghosh: শহিদ মিনারে তৃণমূলের ছাত্র- যুবদের সভায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেন অভিষেক। সেইসঙ্গে দলের নেতাদের প্রমাণ ছাড়া গ্রেফতার করলে তিনি পাশে দাঁড়াবেন বলেও বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের বার্তা পেয়েই চনমনে কুন্তল
অভিষেকের বার্তা পেয়েই চনমনে কুন্তল
কলকাতা: কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে দমানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হবে না, বুধবার শহিদ মিনারের সভা থেকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মদন মিত্র, কুণাল ঘোষরা যখন সারদা মামলায় কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে ছিলেন, তখন তাঁদের মুখ দিয়ে তাঁর নাম বের করার জন্য চাপ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ শহিদ মিনারে তৃণমূলের ছাত্র- যুবদের সভায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেন অভিষেক। সেইসঙ্গে দলের নেতাদের প্রমাণ ছাড়া গ্রেফতার করলে তিনি পাশে দাঁড়াবেন বলেও বার্তা দেন অভিষেক। সেই বার্তা দেওয়ার পরদিনই রীতিমতো আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ্যে এলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষ। এদিন আদালতে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। একইসঙ্গে তাঁর মুখ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন কুন্তল। কী বললেন কুন্তল, আসুন দেখে নিই...
প্রশ্ন: অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা হলে তিনি পাশে দাঁড়াবেন। কী বলবেন?
কুন্তল ঘোষ: অবশ্যই, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেওয়া মানে আমাদের বুক চওড়া করা। কারণ হচ্ছে, একটা কথা বলি যে এজেন্সিরা ভয় দেখিয়ে আমাদের কাছে থেকে নেতাদের নাম বার করার চেষ্টা করছে। কিন্তু আমরা মা মাটি মানুষের আদর্শের দলের লোক, আমরা ওই ধরনের ভয়কে পাত্তা দিই না। আমরা বুক শিনা করে চলি। কেন্দ্রীয় সংস্থা যেভাবে আমাদের হেনস্থা করছে…
advertisement
advertisement
প্রশ্ন: কাদের নাম বলানোর চেষ্টা করছে? অভিষেকের নাম বলানোর চেষ্টা করছে?
কুন্তলঃ জোর করে বলপূর্বক নেতাদের নাম বলানোর চেষ্টা করছে।
প্রশ্নঃ অভিষেকের নাম?
কুন্তলঃ অবশ্যই অবশ্যই…
advertisement
আজ ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে ইডি আদালতে পেশ করার সময় কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে এমনই অভিযোগ করেন কুন্তল ঘোষ। বুধবার অভিষেক দাবি করেন, সারদা কাণ্ডের সময় থেকেই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে বিজেপি৷ কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অবশ্য দাবি করেছেন, গোটাটাই তাঁর বিরুদ্ধে চক্রান্ত৷ নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেছেন অভিষেক৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'তিন বছর হয়ে গেল মুখ দিয়ে অভিষেক বেরোয়নি, কী জ্বালা, কী ভয়!'
বাংলা খবর/ খবর/কলকাতা/
Scam | Kuntal Ghosh: অভিষেকের 'বার্তা' পেয়েই বুক চওড়া কুন্তলের! যা বললেন এবার, দুর্নীতি কাণ্ডের মোড় ঘুরিয়ে দিতে পারে
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement