Sussanne Khan Corona positive : ওমিক্রন থেকে রেহাই নেই! করোনা আক্রান্ত এবার সুজ্যান খান

Last Updated:

Sussanne Khan Corona positive : একের পরে এক তারকা করোনা আক্রান্ত হয়েছে। এবার করোনা আক্রান্ত হলেন সুজ্যান খান।

ওমিক্রন থেকে রেহাই নেই! করোনা আক্রান্ত এবার সুজ্যান খান
ওমিক্রন থেকে রেহাই নেই! করোনা আক্রান্ত এবার সুজ্যান খান
#মুম্বই: নতুন বছরে করোনা সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে। মুম্বইয়ের টিনসেল টাউনেও প্রভাব পড়েছে এই ভাইরাসের। একের পরে এক তারকা করোনা আক্রান্ত হয়েছে। এবার করোনা আক্রান্ত হলেন সুজ্যান খান (Sussanne Khan Corona positive)। করোনার নতুন ভেরিয়েন্টের ওমিক্রন (Omicron) দ্রুত গতিতে সংক্রমণ ছড়ায়। আর তার জেরেই করোনা আক্রান্ত হচ্ছে মানুষ। সুজ্যান ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তিনি করোনা আক্রান্ত।
মঙ্গলবার সকালে আয়নার সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সুজ্যান (Sussanne Khan Corona positive)। তাঁকে জিমের পোশাকে দেখা যাচ্ছে। সেটার সঙ্গেই তাঁর করোনা অভিজ্ঞতা শেয়ার করেছেন হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী। পাশাপাশি মানুষকে আরও সচেতন ও সতর্ক হওয়ার কথা বলেছেন তিনি। সুজ্যান লিখছেন, "পরপর দু বছর কোভিড ১৯ কে হারানোর পরেও তৃতীয় বছর ২০২২ করোনার ওমিক্রন ভেরিয়েন্ট আমার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভেদ করে শরীরে জায়গা করে নিল। গত রাতে আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। দয়া করে সাবধানে থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন। এবারেরটা খুব সংক্রামক।"
advertisement
advertisement
হ্যাশট্যাগের মাধ্যমে সুজ্যান (Sussanne Khan Corona positive) জানিয়েছেন, ওমিক্রন ভেরিয়েন্টের সঙ্গে তিনি লড়াই করবেন। ২০২২ এর জানুয়ারিতে একাধিক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। যাঁদের মধ্যে রয়েছেন জন আব্রাহাম, প্রেম ঠাকুর, ম্রুণাল ঠাকুর, এষা গুপ্তা, মিথিলা পালকার সহ আরও অনেকে। তবে অধিকাংশ তারকার মধ্যেই মৃদু উপসর্গ রয়েছে এবং তাঁরা হোম আইসোলেশনে রয়েছেন। তবে এখনও প্রত্যেককে মাস্ক স্যানিটাইজার ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে বার বার।
advertisement
প্রসঙ্গত, কিছুক্ষণ আগেই জানা গিয়েছে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরও করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে তিনি মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে রয়েছেন। তাঁর জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন হয়েছে। স্বাভাবিক ভাবেই এই খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sussanne Khan Corona positive : ওমিক্রন থেকে রেহাই নেই! করোনা আক্রান্ত এবার সুজ্যান খান
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement