Lata Mangeshkar Admitted to Hospital: করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর, ভর্তি হাসপাতালের আইসিইউ-তে

Last Updated:

Lata Mangeshkar Admitted to Hospital: মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলছে লতা মঙ্গেশকরের ৷

File Photo Of Lata Mangeshkar
File Photo Of Lata Mangeshkar
মুম্বই: করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর ৷ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি ৷ বয়স অনেক বেশি বলেই করোনা ধরা পড়ার পর কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে (Lata Mangeshkar Admitted to Hospital) ৷
advertisement
এর আগে ২০১৯ সালে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর ৷ তাঁর ছোট বোন ঊষা মঙ্গেশকর জানিয়েছিলেন, সেই সময় ভাইরাল ইনফেকশনও হয়েছিল সুর সম্রাজ্ঞীর ৷ গত বছর সেপ্টেম্বরে পরিবারের লোকজনদের সঙ্গে ৯২ তম জন্মদিন পালন হয় লতা মঙ্গেশকরের ৷
advertisement
লতা মঙ্গেশকর বেশ কয়েক বছর ধরেই গৃহবন্দি। বাইরে খুব বেশি বেরোন না। তবে সোশ্যাল মিডিয়া ট্যুইটারে বেশ সক্রিয় তিনি। বিভিন্ন বিষয় নিয়ে ট্যুইট করতে দেখা যায় তাঁকে। তবে মনে করা হচ্ছে, লতা মঙ্গেশকরের ঘনিষ্ঠ কেউ অথবা বাড়ির পরিচারিকার থেকে সংক্রমিত হয়ে থাকতে পারেন তিনি।
advertisement
গোটা দেশেই এখন করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ বাদ যাচ্ছেন না বলিউডের তারকারাও ৷ দেশের দৈনিক করোনা সংক্রমণ অবশ্য সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১,৬৮,০৬৩ জন। গতকাল, সোমবার সংখ্যাটা ছিল প্রায় ১.৮ লক্ষের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ২৭৭ জন। গতকাল এই সংখ্যাটা ১৫০-র নিচে ছিল। ইতিমধ্যেই গোটা দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪০০০ পার করে গিয়েছে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Lata Mangeshkar Admitted to Hospital: করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর, ভর্তি হাসপাতালের আইসিইউ-তে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement