Viral Video: ‘সোনা-রুপোর’ তৈরি পান ! দাম ৭৬০ টাকা ! ভাইরাল ভিডিও দেখে যা বললেন নেটিজেনরা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video of Gold-Silver Plated Paan: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি বিশেষ ধরনের পানের ভিডিও ৷ ‘গোল্ড-সিলভার প্লেটেড’ পান ! হ্যা, অবাক হলেও সত্যি ঘটনা ৷
কলকাতা: পান খেতে অধিকাংশরাই পছন্দ করেন ৷ মিষ্টি পান (Viral Video) থেকে শুরু করে সাদা পান, কত কিছুই না পাওয়া যায় ৷ হরেক রকম জিনিস দিয়ে বেনারসী পানের সাজানো দেখেই মুগ্ধ হতে হয় ৷ খেতে তো ভালো হবেই (Viral Video of Gold-Silver Plated Paan) ৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি বিশেষ ধরনের পানের ভিডিও ৷ ‘গোল্ড-সিলভার প্লেটেড’ পান ! হ্যা, অবাক হলেও সত্যি ঘটনা ৷ এমন পানও পাওয়া যাচ্ছে বাজারে ৷ পানটি কীভাবে বানানো হচ্ছে, সেটাও দেখানো হয় ভিডিওতে ৷ মশলা, গোলাপ বাঁটা, চন্দন বাঁটা এবং অন্যান্য অনেক ধরনের মশলা ঢালা হয় পানের পাতায় ৷ ঢালা হয় গুলকন্দও৷ সবমিলিয়ে একেবারে জমজমাট ব্যাপার ৷ @thegreatindianfoodie নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় ভিডিওটি ৷
advertisement
advertisement
advertisement
তবে এত কিছুর পর সবার শেষে সোনালী রাংতার মতো যে জিনিসটি দেওয়া হচ্ছে পানের মধ্যে ৷ তা দেখে সবারই চক্ষু ছানাবড়া ৷ জানা গিয়েছে, পানটির দাম প্রতি পিস ৭৬০ টাকা করে ৷ এত দামি একটা পান খেতে কত জনই বা চাইবেন ৷ সেটাই প্রশ্ন ৷ ২০ থেকে সর্বাধিক ১০০ টাকা দামেরও পান সবাই খেয়েছেন ৷ কিন্তু তাই বলে ৭৬০ টাকা ! নেটিজেনরা অনেকেই এই পানের ভিডিও দেখে বলেছেন, একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গিয়েছে ৷ এত ‘হাই-ফাই’ পান খাওয়ারও দরকার নেই ৷
Location :
First Published :
January 11, 2022 11:08 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ‘সোনা-রুপোর’ তৈরি পান ! দাম ৭৬০ টাকা ! ভাইরাল ভিডিও দেখে যা বললেন নেটিজেনরা