Dev: 'নেই অডিশন, শিল্পী নির্বাচন বড়ই পরিবার ঘেঁষা’, দেবের মন্তব্যের রেশ টেনে যা বললেন অভিনেতা

Last Updated:

তর্কে ইতি টেনে দেবের ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য'র ট্রেলার প্রকাশের দিন এক মঞ্চে দেখা যায় দুই ব্যোমকেশ অর্থাৎ দেব ও অনির্বাণকে। তবে এখানেই থেমে যায়নি সব আলোচনা। এই মঞ্চে বলা দেবের বক্তব্যকে ঘিরে আবার নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন সুজয় প্রসাদ।

‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’-এ দেবকে প্রথম দেখা যাবে ব্যোমকেশ রূপে। তিনি ব্যোমকেশ হবেন একথা প্রকাশ্যে আসতেই তাঁকে ট্রোলের শিকার হতে হয়। নানা কটূক্তি শুনতে হয় দেবকে। অন্যদিকে তারমধ্যেই প্রকাশ্যে আসে ওই একই গল্পের উপর ভিত্তি করে সৃজিত মুখোপাধ্যায় আনছেন ব্যোমকেশ সিরিজ। সেখানে ব্যোমকেশের ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। ফলে সবটা মিলিয়ে আবার শুরু হয় জোড় বিতর্ক।
কিন্তু সব তর্কে ইতি টেনে দেবের ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’র ট্রেলার প্রকাশের দিন এক মঞ্চে দেখা যায় দুই ব্যোমকেশ অর্থাৎ দেব ও অনির্বাণকে। তবে এখানেই থেমে যায়নি সব আলোচনা। এই মঞ্চে বলা দেবের বক্তব্যকে ঘিরে আবার নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন সুজয় প্রসাদ।
advertisement
advertisement
সেদিনের অনুষ্ঠানে অভিনেতা দেব বললেন যে ব‍্যোমকেশ নিয়ে সবাইকে একত্রে আনতে পারলে ইন্ডাস্ট্রির লাভ এবং আসলে সবাই একটা গোটা পরিবার। আর তাঁর এই মন্তব্যকে উল্লেখ করে সুজয় প্রসাদ সামাজিক মাধ্যমে তাঁর বক্তব্য শেয়ার করে নেন। বিশেষ করে ‘পরিবার’ এই মন্তব্যকে একটু অন্যভাবে তুলে ধরেন বাচিকশিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।
advertisement
সুজয় প্রসাদ লেখেন ‘একটি সাংবাদিক সম্মেলনে অভিনেতা দেব খুব সুন্দর করে বললেন যে ব‍্যোমকেশ নিয়ে তাঁরা সবাইকে একত্রে আনতে পারলে ইন্ডাস্ট্রির লাভ এবং আসলে সবাই একটা গোটা “পরিবার”। এই দর্শনকে সাধুবাদ জানাই। তবে আসল কথাটা হল বাণিজ্য “পরিবার”তন্ত্রের উপর নির্ভরশীল নয়। আর শিল্পী নির্বাচন সত্যিই বড় “পরিবার” ঘেঁষা। সেখানে “অডিশন” নেই। নিজের শিল্পী সত্ত্বার নির্ণায়ক যদি আমার স্বজনের প্রযোজনা সংস্থা হয়, তাহলে গোটা Identity Politics-টাই মাটি। যারা ভাবছেন যে আমার এই পোস্টে একটা হালকা “আঙুর ফল টক” আছে, তাঁরা ভালবাসা নেবেন।।’
advertisement
এই ছবিতেই কমেন্ট করে অভিনেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় লেখেন শেষ লাইনটা আমি ভাবতে পারছি না…আর বাকিটা দেব বুঝবে না তো আমি কোথা থেকে বুঝব…’। ফলত বোঝাই যায়, দেবের প্রযোজনা সংস্থার বেশিরভাগ ছবিতে তিনি থাকেন নায়কের ভূমিকায়। অন্যদিকে নায়িকার ভূমিকায় বেশি দেখা যায় রুক্মিণী মৈত্রকে। সুজয় প্রসাদ স্পষ্ট করে না বললেও তিনি যে সে দিকেই যে ইঙ্গিত করেছেন তা বুঝতে অসুবিধা হয়নি নেটিজেনদের।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dev: 'নেই অডিশন, শিল্পী নির্বাচন বড়ই পরিবার ঘেঁষা’, দেবের মন্তব্যের রেশ টেনে যা বললেন অভিনেতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement