Dev and Anirban Bhattacharya: বড় পর্দায় অনির্বাণের প্রথম সিনেমাই দেবের সঙ্গে! একসঙ্গে আর কোন কোন ছবিতে ছিলেন তাঁরা? জানলে অবাক হবেন

Last Updated:
অনির্বাণ ও দেব একসঙ্গে কাজ করেছেন বিভিন্ন ছবিতেও। আপনি কি জানেন কোন কোন ছবিতে দেব এবং অনির্বাণ একসঙ্গে কাজ করেছেন ?
1/7
অনির্বাণ ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে 'ব্যোমকেশ ও দুর্গরহস্যের' ট্রেলার লঞ্চ করলেন দেব। যখন দেব প্রথম প্রকাশ করেছিলেন তাঁকে দেখা যাবে ব্যোমকেশের চরিত্রে তখন থেকেই নানা সমালোচনার ঝড় উঠেছিল। তারই মধ্যে শোনা গিয়েছিল অনির্বাণর ব্যোমকেশ সিরিজ নতুন সিজন নিয়ে ফিরছে। পরিচালক হিসেবে থাকছেন সৃজিত মুখোপাধ্যায়।
অনির্বাণ ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে 'ব্যোমকেশ ও দুর্গরহস্যের' ট্রেলার লঞ্চ করলেন দেব। যখন দেব প্রথম প্রকাশ করেছিলেন তাঁকে দেখা যাবে ব্যোমকেশের চরিত্রে তখন থেকেই নানা সমালোচনার ঝড় উঠেছিল। তারই মধ্যে শোনা গিয়েছিল অনির্বাণর ব্যোমকেশ সিরিজ নতুন সিজন নিয়ে ফিরছে। পরিচালক হিসেবে থাকছেন সৃজিত মুখোপাধ্যায়।
advertisement
2/7
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' অবলম্বনে সেই মতই শুরু হয়েছিল ছবি ও সিরিজের শ্যুটিং। ফলে দুই শিবিরের দ্বৈরথ নিয়ে বেশ চর্চা হয়েছিল নেট দুনিয়ায়। কিন্তু অবশেষে সব কিছুকে ব্যর্থ করে সৃজিত জানান তাঁর পরিচালিত ব্যোমকেশ সিরিজটি পরে রিলিজ হবে।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' অবলম্বনে সেই মতই শুরু হয়েছিল ছবি ও সিরিজের শ্যুটিং। ফলে দুই শিবিরের দ্বৈরথ নিয়ে বেশ চর্চা হয়েছিল নেট দুনিয়ায়। কিন্তু অবশেষে সব কিছুকে ব্যর্থ করে সৃজিত জানান তাঁর পরিচালিত ব্যোমকেশ সিরিজটি পরে রিলিজ হবে।
advertisement
3/7
অন্যদিকে, ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে দেব অভিনীত 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে শেষ হল এই দুই শিবিরের দ্বৈরথ। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন সৃজন থেকে অনির্বাণ, সোহিনী সকলেই।
অন্যদিকে, ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে দেব অভিনীত 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে শেষ হল এই দুই শিবিরের দ্বৈরথ। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন সৃজন থেকে অনির্বাণ, সোহিনী সকলেই।
advertisement
4/7
কিন্তু শুধু মঞ্চে নয় এর আগে অনির্বাণ ও দেব একসঙ্গে কাজ করেছেন বিভিন্ন ছবিতেও। আপনি কি জানেন কোন কোন ছবিতে দেব এবং অনির্বাণ একসঙ্গে কাজ করেছেন ?
কিন্তু শুধু মঞ্চে নয় এর আগে অনির্বাণ ও দেব একসঙ্গে কাজ করেছেন বিভিন্ন ছবিতেও। আপনি কি জানেন কোন কোন ছবিতে দেব এবং অনির্বাণ একসঙ্গে কাজ করেছেন ?
advertisement
5/7
অনির্বাণের বড় পর্দায় ডেবিউ সিনেমা অপর্ণা সেন পরিচালিত 'আরশিনগর'-এ মুখ্য ভূমিকায় ছিলেন দেব এবং তাঁর প্রিয় বন্ধুর চরিত্রে দেখা গিয়েছিল অনির্বাণকে।
অনির্বাণের বড় পর্দায় ডেবিউ সিনেমা অপর্ণা সেন পরিচালিত 'আরশিনগর'-এ মুখ্য ভূমিকায় ছিলেন দেব এবং তাঁর প্রিয় বন্ধুর চরিত্রে দেখা গিয়েছিল অনির্বাণকে।
advertisement
6/7
তাছাড়াও দেবের জনপ্রিয় ছবি 'গোলন্দাজ' ছবিতে দেবকে দেখা গিয়েছিল নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকায়। সেখানে অনির্বাণকেও দেখা গিয়েছিল বিপ্লবী চরিত্রে। সেখানে কখনও তিনি বহুরূপীর দলে আবার কখনও তিনি সন্ন্যাসী সেজে ধরা দিয়েছিলেন পর্দায়।
তাছাড়াও দেবের জনপ্রিয় ছবি 'গোলন্দাজ' ছবিতে দেবকে দেখা গিয়েছিল নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকায়। সেখানে অনির্বাণকেও দেখা গিয়েছিল বিপ্লবী চরিত্রে। সেখানে কখনও তিনি বহুরূপীর দলে আবার কখনও তিনি সন্ন্যাসী সেজে ধরা দিয়েছিলেন পর্দায়।
advertisement
7/7
তবে এখানেই শেষ নয়, সৃজিত পরিচালিত 'উমা' সিনেমাতেও দেব এবং অনির্বাণকে একসঙ্গে দেখা গিয়েছে। যদিও এখানে দেবকে তাঁর নিজের ভূমিকাতেই দেখা গিয়েছিল। অতিথি চরিত্রে তিনি খুব সামান্য সময়ের জন্য পর্দায় দেখা দিয়েছিলেন।
তবে এখানেই শেষ নয়, সৃজিত পরিচালিত 'উমা' সিনেমাতেও দেব এবং অনির্বাণকে একসঙ্গে দেখা গিয়েছে। যদিও এখানে দেবকে তাঁর নিজের ভূমিকাতেই দেখা গিয়েছিল। অতিথি চরিত্রে তিনি খুব সামান্য সময়ের জন্য পর্দায় দেখা দিয়েছিলেন।
advertisement
advertisement
advertisement