হোম /খবর /বিনোদন /
মা না বন্ধু? ধরতে পারবেন না! সান্টার সঙ্গে ক্রিসমাস উদযাপনে মাতলেন ইউভান-শুভশ্রী

মা না বন্ধু? ধরতে পারবেন না! সান্টার সঙ্গে ক্রিসমাস উদযাপনে মাতলেন ইউভান-শুভশ্রী

Subhashree Ganguly : ছেলে এবং সান্টার সঙ্গে কোমর দোলালেন মা শুভশ্রীও

  • Share this:

#কলকাতা: ক্রিসমাস তো এসেই গেল... সারা কলকাতা সেজে উঠছে আলো, জিঙ্গল বেল, বেলুন ক্রিসমাস আর লাল-সাদায়। সান্টার আনন্দ অনুষ্ঠানে মাতল মা শুভশ্রীর সঙ্গে ইউভান। টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কথা হচ্ছে৷ ছেলে ইউভান আর আরও কিছু খুঁদের সঙ্গে নাচ-গান-হাসি-মজায় মেতে উঠলেন অভিনেত্রী৷

ইনস্টাগ্রামে শুভশ্রীর পোস্ট নেটমাধ্যমে ইতিমধ্যেই হু হু করে ভাইরাল৷ মা-ছেলের আনন্দের মুহূর্ত দেখে ইনস্টাগ্রামে ভিড় করেছে বহু ভক্ত৷ কমেন্টে প্রশংসার ঝড় উঠেছে৷ ইউভানকে দেখে শয়ে শয়ে হার্ট ইমোজি পোস্ট করেছেন ভক্তরা৷ ক্যপশনে শুভশ্রী তৃণমূল সদস্য তথা অভিনেত্রী শ্রেয়া পাণ্ডেকে ধন্যবাদও জানিয়েছেন এত সুন্দর করে একটা পার্টি করার জন্য৷

 

আরও পড়ুন : 'আবার দেখা হবে'! প্রয়াত সিদ্ধার্থ শুক্লার জন্মদিনে অভিনব উদযাপন শেহনাজের

আরও পড়ুন : দুই বাংলার যুগলবন্দী! 'হাওয়া'-এর গানে বন্ধুত্বের সুর তুললেন অনির্বাণ-চঞ্চল

গায়ে অরেঞ্জ জ্যাকেট, জিন্স, স্নিকার্স আর হাতে ফোন৷ ছেলের এই সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করতে হবে যে৷ সাদা জামা, চোখে চশমা আর মাথায় সান্টা টুপি পড়ে খেলায় ব্যস্ত তৃণমূল সাংসদ-পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছোট্ট ছেলে ইউভান৷ ছেলে এবং সান্টার সঙ্গে কোমর দোলালেন মা শুভশ্রীও৷

Published by:Aryama Das
First published:

Tags: Shubhashree Ganguly, Shubhshree ganguly, Tollywod News, Tollywood, Tollywood Latest New, Yuvaan